"মানুষের আয় বাড়ায় বাজারে চাপ, তাই দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হয়েছে।"
-পরিকল্পামন্ত্রী
এই সংবাদ শিরোনামটা ভাসছে টিভির স্ক্রলে। ভাবতে অবাক লাগে এরকম স্টুপিড লোকেরা সরকার চালায়। কতটা নির্বোধ হলে মানুষের দুরাবস্থার মধ্যে এমন অবান্তর অবাস্তব হাস্যকর কথাবার্তা বলতে পারে!
এরা কেউ বাজারে যায় না, নিজের বেতনে সংসার চালায় না। সে কারণেই এমন দায়িত্বহীন নির্বুদ্ধিতায় পরিপূর্ণ শব্দাবলী এদের মুখ থেকে নির্গত হয়।
No comments:
Post a Comment