Tuesday, February 28, 2017

Inglourious Basterds মগজে রক্তে স্নায়ুতে তোলপাড় করা হিম ঝড়

ছবিটার নাম নানান জায়গায় দেখলেও দেখা হয়নি আগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত ছবিগুলোর মধ্যে Inglourious Basterds এর অবস্থানটা কোন র‍্যাংকিং বা রেটিং এর ধার ধারে না। একটি অনন্য সাধারণ চলচ্চিত্র হয়ে একা দাঁড়িয়ে থাকে। এই ছবির দেখার চোখ অন্য সবার চেয়ে আলাদা। রক্ত হিম করা থ্রিলারের মধ্যে এই ছবিটার সাথে তুল্য ছবি আপাততঃ মনে আসছে না।  না দেখলে বোঝানো অসম্ভব ছবির প্রতিটি পর্বে অপ্রত্যাশিত মোচড়গুলো দর্শকের হাড়ে কিভাবে কাঁপুনি তোলে, কিভাবে স্নায়ুতে রক্তকনিকার চলাচলের গতিবেগ ঘুর্ণিঝড় ডেকে আনে। যুদ্ধের ছবি তবু যুদ্ধ তেমন নেই, কিন্তু থ্রিলিং এর পরিমান এত বেশী যে দুর্বল চিত্তের না দেখাই ভালো। পরিচালক Quentin Tarantino এর ভক্ত হয়ে গেলাম ছবিটা দেখে।

No comments: