Monday, February 13, 2017

টুকরো একাত্তর

১৯৭১ সালের ডিসেম্বরের প্রথমার্ধে মাইজদী হাসপাতালের ধ্বংসাবশেষের উপর দাড়িয়ে থাকা চৌকিদার আলম আগস্টের নৃশংশ পাকিস্তানী গনহত্যার স্মৃতিচারণ করছিলেন রেডক্রসকর্মী তাদামাসা হুকিউরার কাছে।

পাকিস্তানী সৈন্যরা ডাক্তার নার্স রোগীসহ ৫৯ জনকে পাটের দড়িতে বেঁধে একসাথে গুলি করে হত্যা করেছিল হাসপাতালের ভেতরেই। কাঁধে গুলি খেয়েও অল্পের জন্য বেঁচে যান আলম। তিনি  বলছিলেন-

- আমি নুরুন নাহার আপার কথা ভুলতে পারি না। পাকিস্তানীরা গুলি করার আগ মুহূর্তে সোজা সামনের দিকে তাকিয়ে তিনি চিৎকার করে বলে উঠেছিলেন - "জয় বাংলা!"

নুরুন নাহার ওই হাসপাতালের একজন নার্স ছিলেন।
----------------------------------------------------------------------------------

আমার চোখ ঝাপসা হয়ে যাবার বদলে রোমকূপ দাঁড়িয়ে গেল অজানা অদেখা সেই নারীর অন্তর্গত এক সুগভীর চেতনার কথা ভেবে।

[সুত্র: রক্ত ও কাদা, তাদামাসা হুকিউরা]

No comments: