Saturday, February 18, 2017

দুটি রাবীন্দ্রিক অনুভূতি



রবীন্দ্রনাথ ঠাকুর
ছিন্নপত্রাবলী-৮
১০ অক্টোবর ১৮৯০, লণ্ডন





রবীন্দ্রনাথ ঠাকুর
ছিন্নপত্রাবলী-৭
৩ অক্টোবর ১৮৯০, লণ্ডন


ষাট বছর বয়সেও যিনি তরুণ ছিলেন, তিরিশ বছর বয়সে তিনি নিশ্চয়ই আরো তারুণ্যে দীপ্ত ছিলেন। তিরিশ তারুণ্যের উজ্জ্বল রবীন্দ্রনাথের এই সাদামাটা উপলব্ধি দুটো দেশ কিংবা ব্যক্তিভেদে কালজয়ী বলে ধরা যায়। এই দুটো উপলব্ধিকে নিজের ভাষায় অনুবাদ করতে গিয়ে যা পেলাম-

১. সংবেদনশীল মানুষ অনুভূতি প্রকাশে যদি দ্বিধাগ্রস্থ কিংবা বাধাপ্রাপ্ত হয় তার প্রতিক্রিয়া হৃদয়নদীকে বন্ধ্যা করে তোলার সমূহ সম্ভাবনা থাকে।

২. প্রবাসী মাত্রেই হয়তো এমন দেশপ্রেমে ভেসে যায় না, কিন্তু কোন কোন ক্ষেত্রে দূরত্ব মানুষের ভেতরকার চেতনাকে অনেক বেশী স্পষ্ট করে তোলে যা নৈকট্যের কাছে দূর্লভ।


No comments: