Tuesday, March 29, 2016

অপ্রকাশিত পাণ্ডুলিপি

পড়ার এতকিছু বাকী রয়ে গেছে যে লেখালেখি করতে গেলে মনে হয় সময় নষ্ট। লেখার চেয়ে পড়া জরুরী। তখনই লিখবো যখন পড়ায় মন বসে না।


আট বছর ধরে শুধু হাবিজাবিই লেখা হলো। সেই আবর্জনা স্তুপে গল্পের সংখ্যা যখন শতাধিক দেখলাম সত্যি অবাক হলাম কেননা তার মধ্যে দশখানাও ছাপার অক্ষরে যাবার যোগ্য মনে হয় না।


ছাপার অক্ষরে যাবার যোগ্য গল্প কোনগুলো? যে গল্প লোকে পয়সা দিয়ে কিনবে। লোকে পয়সা খরচ করে কিসের জন্য? আনন্দ আর তৃপ্তির জন্য। কিরকম গল্প পড়ে পাঠকের আনন্দ হয় সেটা কি লেখক জানে? কোন একজন লেখক বলেছিলেন, তিনি লিখেন নিজের আনন্দের জন্য। পরে পাঠক তাতে যোগ দেয়। আমার নিজের গল্পের ব্যাপারে পাঠকের যোগদান বিষয়ে আস্থাহীন হলেও বাংলা ব্লগের বেশ কিছু তরুণ লেখক আছেন যাদের লেখা ছাপার অক্ষরে আসেনি কখনো, তাদের গল্পগুলো ছাপার অক্ষরে দেখতে ইচ্ছে করে। মূলধারার পাঠকের কাছে পৌঁছানো দরকার গল্পগুলো। কিন্তু কে নেবে প্রকাশের দায়?


আমি কিছু প্রতিভাবান তরুণ লেখকের গল্পের তালিকা করেছিলাম, পাণ্ডুলিপিও তৈরী করেছিলাম যদি কোন প্রকাশক খুঁজে পাই, দিয়ে দেবো। এখনো দেয়া হলো না।



No comments: