হে মানুষ আমি তোমাদের দেখে দেখে পাশবিক সততা হারিয়ে মনুষ্যত্ব লাভ করতে শুরু করেছি বলে অামাকে পশু সমাজ ত্যাগ করেছে৷
আমাকে এবার এক টুকরো মানবাধিকার দাও যাতে আমি কিছু মানুষসুলভ নির্লজ্জ কুৎসিত অপকর্ম সাধন করতে পারি৷
"জনৈক সমাজচ্যুত কুকুর"
আমাকে এবার এক টুকরো মানবাধিকার দাও যাতে আমি কিছু মানুষসুলভ নির্লজ্জ কুৎসিত অপকর্ম সাধন করতে পারি৷
"জনৈক সমাজচ্যুত কুকুর"
No comments:
Post a Comment