Sunday, March 27, 2016

আঁধার ঘনিয়ে আসে যদি ...........

যাদের চোখে অঢেল আলো আছে তারা আলোহীনতার অসহায়ত্ব উপলব্ধি করে না। আলো আছে বলেই জগতের সুন্দর অসুন্দর সবকিছু দেখে। উপভোগ করে জীবনকে। যাদের চোখে আলো নেই তাদের জীবন কিভাবে কাটে সেটা আলোর মানুষেরা বোঝে না।


আজ আমার একটি চোখের ওপর হঠাৎ করে যখন কালো বৃত্তটি এসে যখন আড়াল করে দাঁড়ালো, তখন ছোট্ট একটা আশংকা দীর্ঘ ভাবনার পথ দিয়ে ঘুরে এলো।


সমস্যাটি গুরুতর কিনা সেটা বোঝার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। তার আগে একটি সত্য উপলব্ধির উদয় ঘটলো সেটা লিখে রাখি। এখন যে বৃত্তটি ডান চোখের কেন্দ্রে আড়াল তৈরী করেছে, বামদিকে যদি সে আরেকটি বন্ধুকে পাঠিয়ে দেয় তাহলে সমস্ত জগত কালো সানগ্লাসের আড়ালে চলে যাবে। আর সাথে সাথে রাশি রাশি না পড়া বই, কম্পিউটার, ইন্টারনেট, আমার সমস্ত জগত অর্থহীন হয়ে যাবে। নিমেষে পুরোটাই অন্ধকার।


তাই অনাগত ভবিষ্যতকে বলে রাখি - যা কিছু ঘটার ঘটুক, দূরের দৃষ্টি ঝাপসা হয় হোক, কিন্তু কাছের চোখ জুড়ে একটুখানি আলো থাকুক। এক ফুট বাই দেড়ফুট পর্দাটুকু অটুট থাকুক।

No comments: