Monday, October 19, 2015

পাঁচ লাইন

কোলাহলপূর্ণ বিশ্ববিদ্যালয়ের একটি দুপুর।
পাহাড় চেরা পথে ঘাসজঙ্গল মাড়িয়ে হেঁটে যাওয়া।
লাইব্রেরী ছায়ার স্বস্তিতে ফিরে টং দোকানের চা।
শাটল ট্রেনের জানালার পাশে মুখোমুখি আসন।
আটকে থাকা ঘাসবিচালির সযত্ন উৎপাটন।

[চবিতে একটি দুপুর]

No comments: