পরের দিনগুলো আর আগের দিনের মতো হবে না। পরের দিনের সাথে আগের দিনের তুলনা হয় না। বহুবছর পেরিয়ে যাবার পর এই সত্যটা জেনেছি। আগের দিনের সাথে পরের দিন মেলাতে গেলেই কষ্ট। পৃথিবীতে শীত হেমন্ত বসন্ত বারবার ঘুরে ফিরে এলেও মানুষের জীবনের ঋতুগুলো কখনো ফেরে না। মানুষের জীবনে প্রতিটা ঋতুই ভিন্ন। পাহাড়ের কিনারায় ঝর্ণা ঝরানো রেস্তোঁরাটি যেদিন মিশে গেল উন্নয়ন বুলডোজারে, সেদিন আবারো বুঝেছি এবার নতুন জীবন তার। পুরোনোকে সেখানে খুঁজতে যাওয়া বৃথা।
সময় ফুরিয়ে আসছে, আগে পরে একজনকে চলে যেতে হবে। যে লেখাটা অপ্রকাশিত থেকেছে, সেটা পাণ্ডুলিপিতেই থেকে যাবে। চলে যাবার পর কেউ যদি পুড়িয়ে ছাই করে দিতো! সৃষ্টিকে নিজের হাতে ধ্বংস করার বেদনা অসহ্য।
নতুন কিছু লিখতে গেলেও পুরোনো এসে আঁকড়ে ধরে, অপরাধী করে। পুরোনো খাতা ফেলে নতুন কোন খাতা খোলার সময় নেই আর।সময় ফুরিয়ে আসছে, আগে পরে একজনকে চলে যেতে হবে। যে লেখাটা অপ্রকাশিত থেকেছে, সেটা পাণ্ডুলিপিতেই থেকে যাবে। চলে যাবার পর কেউ যদি পুড়িয়ে ছাই করে দিতো! সৃষ্টিকে নিজের হাতে ধ্বংস করার বেদনা অসহ্য।
No comments:
Post a Comment