Wednesday, October 28, 2015

আধঘন্টার গদ্য

পরের দিনগুলো আর আগের দিনের মতো হবে না। পরের দিনের সাথে আগের দিনের তুলনা হয় না। বহুবছর পেরিয়ে যাবার পর এই সত্যটা জেনেছি। আগের দিনের সাথে পরের দিন মেলাতে গেলেই কষ্ট। পৃথিবীতে শীত হেমন্ত বসন্ত বারবার ঘুরে ফিরে এলেও মানুষের জীবনের ঋতুগুলো কখনো ফেরে না। মানুষের জীবনে প্রতিটা ঋতুই ভিন্ন।  পাহাড়ের কিনারায় ঝর্ণা ঝরানো রেস্তোঁরাটি যেদিন মিশে গেল উন্নয়ন বুলডোজারে, সেদিন আবারো বুঝেছি এবার নতুন জীবন তার। পুরোনোকে সেখানে খুঁজতে যাওয়া বৃথা।

সময় ফুরিয়ে আসছে, আগে পরে একজনকে চলে যেতে হবে। যে লেখাটা অপ্রকাশিত থেকেছে, সেটা পাণ্ডুলিপিতেই থেকে যাবে। চলে যাবার পর কেউ যদি পুড়িয়ে ছাই করে দিতো! সৃষ্টিকে নিজের হাতে ধ্বংস করার বেদনা অসহ্য।

নতুন কিছু লিখতে গেলেও পুরোনো এসে আঁকড়ে ধরে, অপরাধী করে। পুরোনো খাতা ফেলে নতুন কোন খাতা খোলার সময় নেই আর।

মনস্তাত্ত্বিক বিচারে মানুষ এক অসাধারণ রকমের স্বার্থপর প্রাণী। আত্মরক্ষার প্রবৃত্তিই মানুষকে স্বার্থপর করে তুলেছিল আদিম যুগে। সেই প্রবৃত্তির বীজ আধুনিক মানুষের রক্তে মিশে বিনা ওজরেও স্বার্থপরতার উদাহরণ সৃষ্টি করে।

এটুকু লিখতেই পেরিয়ে গেল দীর্ঘ আধঘন্টা। পৃথিবীর অনেক আধঘন্টা অংকুরেই বিনষ্ট হয়ে গেছে। কোন কোন আধঘন্টায় ফলেছে সোনালী ফসল। এমন কতো আধঘন্টা কেটে যাবে কারো.......88

No comments: