Saturday, February 28, 2015

অর্বাচীনের হিংস্রতা

গত বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে খুন হলেন অভিজিত রায় নামের এক লেখক এবং ব্লগার। আমি যখন গত লেখাটা লিখছিলাম তখন আশংকা প্রকাশ করেছি দেশে বিদ্যমান সহিংসতা নিয়ে। তার এক ঘন্টা পরেই একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত। আমরা যে জায়গাটিতে বসে সবসময় আনন্দ সময় কাটিয়েছি। যেখানে কখনো জীবন বিপন্ন হবার আশংকা করি না, সেই লোকারণ্যেই ঘাতক তার কাজ শেষ করে গেছে। কত সস্তা হয়ে গেছে মানুষের জীবন। ভিন্নমতের মানুষকে খুন করা জায়েজ হয়ে যাচ্ছে যেন। এরকম ঘটনা আরো ঘটবে। বাংলাদেশ অনিশ্চয়তার দিকে চলে যাবে। যখন ভাবি এই দেশটা একসময় পাকিস্তান, আফগানিস্তান বা ইরাক হয়ে উঠবে, তখন আমি কি এদেশে বাস করতে পারবো? কিংবা আমার সন্তানেরা? এসব দেখলে ইচ্ছে করে এই গ্রহ ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাই। এসব দেখে বলতে ইচ্ছে করে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী এবং মানুষই পৃথিবীর নিকৃষ্ঠতম প্রাণী। আর কোন জীব নিজের প্রজাতিকে এভাবে খুন করে না প্রতিদিন। এরা নিশ্চিত মানবকূলের অর্বাচীন অংশ। মানুষ জনমের কলংক।

No comments: