Wednesday, February 11, 2015

প্রোত্তাপ

সমস্যা জটিল কখন?

প্রশ্নটি ভয় পায়
উত্তরটিকে যখন।

অক্ষিগোলকের ভাঁজে
প্রশ্ন বেচারার কাতর চাহনি-
উত্তরের তাপে
ঝলসে পুড়ে তামা।


No comments: