১.
নতুন রুটিনে জীবন কেমন যাবে সেটা নিয়ে সামান্য অনিশ্চয়তা ছিল। কিন্তু কদিন যেতেই নতুন রুটিনে অভ্যস্ত হয়ে গেলাম এবং উপভোগ করতে শুরু করলাম এই জীবনটাকে। এরকম জীবন আগে কখনো আসেনি। একদম নিজস্ব সময়। কোথাও কোন শাসন বাধন নেই। কোথাও জীবিকার পিছুটান নেই। যখন ইচ্ছে যেখানে ইচ্ছে যেতে পারি। যত দেরীতে ইচ্ছে ঘুমোতে পারি। যত দেরীতে ইচ্ছে উঠতে পারি। রাত দুটোয় ঘুমোই সকাল দশটায় উঠি। মাঝরাতে নিজের মতো করে চা বানিয়ে খাই তারিয়ে তারিয়ে, চোখের সামনে খোলা থেকে ল্যাপটপের কোন ই বই অথবা প্রিয় কোন লেখার খাতা। কখনো কানে হেডফোন গুঁজে গান শুনি। আমার মুক্ত সময়ের বেশ কিছুকাল আনন্দেই কেটে গেছে। সকালে ঘুম থেকে উঠে কিছু পড়ি, কিছু দেখি, মেইল চেক করি, ব্লগ ফেসবুকে উকি দেই, তারপর ঘরের অফিসে নিজের কিছু কাজ করি। কাজ সারতে সারতে দুপুর। দুপুরে খেয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ি নিজের অফিসে। আমার নতুন প্রজেক্টের কাজ শুরু করেছি। ওটার জন্য দুপুর দুটো থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সময় দিতে হয়। অর্থোপার্জনের জন্য দৈনিক বরাদ্দ পাঁচ থেকে ছয় ঘন্টা। এর বেশী নয়। জেগে থাকার অধিকাংশ ঘন্টা মিনিট আমি আনন্দদায়ক কাজে ব্যয় করতে চাই। গত বিশ বছর আমি জীবিকার জন্যই ব্যয় করেছি দিনের ৬০ ভাগ সময়। জীবনের শেষ পর্বে পা দিয়ে জীবিকার অংশে সময় কমিয়ে আনন্দের অংশে বাড়িয়ে দিয়েছি। আনন্দ মানে ফূর্তি নয়, স্বস্তিময় কাজে ব্যয় করা। পড়াশোনা, লেখাজোকা এসব নিয়ে যে কাজ তাতে আনন্দের ভাগই বেশী। আপাততঃ সেই কাজটা নির্বিঘ্নে করতে পারছি।
২.নতুন রুটিনে জীবন কেমন যাবে সেটা নিয়ে সামান্য অনিশ্চয়তা ছিল। কিন্তু কদিন যেতেই নতুন রুটিনে অভ্যস্ত হয়ে গেলাম এবং উপভোগ করতে শুরু করলাম এই জীবনটাকে। এরকম জীবন আগে কখনো আসেনি। একদম নিজস্ব সময়। কোথাও কোন শাসন বাধন নেই। কোথাও জীবিকার পিছুটান নেই। যখন ইচ্ছে যেখানে ইচ্ছে যেতে পারি। যত দেরীতে ইচ্ছে ঘুমোতে পারি। যত দেরীতে ইচ্ছে উঠতে পারি। রাত দুটোয় ঘুমোই সকাল দশটায় উঠি। মাঝরাতে নিজের মতো করে চা বানিয়ে খাই তারিয়ে তারিয়ে, চোখের সামনে খোলা থেকে ল্যাপটপের কোন ই বই অথবা প্রিয় কোন লেখার খাতা। কখনো কানে হেডফোন গুঁজে গান শুনি। আমার মুক্ত সময়ের বেশ কিছুকাল আনন্দেই কেটে গেছে। সকালে ঘুম থেকে উঠে কিছু পড়ি, কিছু দেখি, মেইল চেক করি, ব্লগ ফেসবুকে উকি দেই, তারপর ঘরের অফিসে নিজের কিছু কাজ করি। কাজ সারতে সারতে দুপুর। দুপুরে খেয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ি নিজের অফিসে। আমার নতুন প্রজেক্টের কাজ শুরু করেছি। ওটার জন্য দুপুর দুটো থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সময় দিতে হয়। অর্থোপার্জনের জন্য দৈনিক বরাদ্দ পাঁচ থেকে ছয় ঘন্টা। এর বেশী নয়। জেগে থাকার অধিকাংশ ঘন্টা মিনিট আমি আনন্দদায়ক কাজে ব্যয় করতে চাই। গত বিশ বছর আমি জীবিকার জন্যই ব্যয় করেছি দিনের ৬০ ভাগ সময়। জীবনের শেষ পর্বে পা দিয়ে জীবিকার অংশে সময় কমিয়ে আনন্দের অংশে বাড়িয়ে দিয়েছি। আনন্দ মানে ফূর্তি নয়, স্বস্তিময় কাজে ব্যয় করা। পড়াশোনা, লেখাজোকা এসব নিয়ে যে কাজ তাতে আনন্দের ভাগই বেশী। আপাততঃ সেই কাজটা নির্বিঘ্নে করতে পারছি।
No comments:
Post a Comment