আবহাওয়াএখন বসন্ত। ধুলো ওড়ার দিন। পাতা ঝরার দিন। বাতাসে এখনো আরামদায়ক শীতলতা। ডিসি হিলে গেলে ঝরাপাতার উৎসব দেখা যায়। আমি মাঝে মাঝে একা বসে সেই পাতাঝরা উৎসব দেখি। বেশ লাগে। পাহাড়টা ঘিরে রেখেছে হরেক বর্ণের ফুলের বাগান। আছে অচেনা ফুলের সমাহার। অচেনা ফুলকে বেশী ভালো লাগে আবিষ্কারের আনন্দে।
রাজনীতিএই বিষয়টা থেকে একদম দূরে আছি। কেন যেন মনে হচ্ছে একটা অন্ধকার দিন এগিয়ে আসছে। লোডশেডিং আসন্ন। আমরা যারা নিতান্ত সাধারণ মানুষ তাদের রাজনীতি সম্পৃক্ততা না থাকলেও কোথাও একটা মানসিক ঐক্যতান অবশ্যই থাকে। সেটা কোন দলের জন্য না হলেও কোন একটা আদর্শের জন্য। যে আদর্শটি আদৌ জন্মায়নি বাংলাদেশে, সেই আদর্শ আমরা মনে মনে খুঁজি বললে হাস্যকর হযে যাবে? বাংলাদেশের জনমানস দোদুল্যমান। এই দোদুল্যমান মানসিকতা বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা কিংবা বিশৃংখলার অন্যতম উৎস। দুর্নীতি, অনিয়ম, অনৈতিকতা এখানে পদে পদে। সরকারের অধিকাংশ অঙ্গে পচন। সুযোগসন্ধানী মানুষে ভরপুর সমাজের প্রতিটি স্তরে। কিন্তু সেই সব অনিয়ম কোন সংঘবদ্ধ শক্তি নয়। এই অনিয়ম বিশৃংখলাকে ঠিক করে ফেলা সম্ভব। সেই কাজটি কেউ করছে না বলেই সমস্যা, সেই অনিয়ম বিশৃংখলার সুযোগে/অজুহাতে এখানে সুযোগ করে নেয় শৃংখলাবদ্ধ অপশক্তি। পৃথিবীতে ধর্মীয় মৌলবাদীত্ব এখন অশান্তির অন্যতম উৎস। সেই সুত্রে এখন আল কায়েদা বা আইসিসের জঙ্গী থাবা এদিকেও বিস্তার ঘটাবে সেই আশংকাই দেখা যাচ্ছে।
মূর্খ জিজ্ঞাসা
ঘ্রাণের কি ওজন আছে? ঘ্রাণ কি বাতাসের চেয়ে হালকা? ঘ্রাণ কি সবসময় উর্ধ্বমূখী হয়? সুগন্ধ এবং দুর্গন্ধের মধ্যে কোন ওজনদার পার্থক্য আছে? পৃথিবীতে ঘ্রাণ মাপার কোন যন্ত্র আবিষ্কার হয়েছে?
No comments:
Post a Comment