Tuesday, February 10, 2015

আপন দহন দর্পন

মানুষ যেমন জ্যান্ত পুড়ে যায়
সেরকম মৃত কোনো চিতায়ও পোড়ে না।

একটা স্তব্ধতা আজ ঘন্টা দুই
বিকেলের নদীর ওপারে।

তবুও আগুন একটা জ্বলে যায়
কোথাও কিছু বা পোড়ে - নিশ্চিত মানুষ।
(মানুষ/ ভাস্কর চক্রবর্তী)


২.
জটিল জটিলতর খেলা
কবে শুরু হয়েছিল জানি না তা
শুরু হয়েছিল বলে শেষ হবে তেমনও কথা না -
পৃথিবীটা ঘুরছে কি না
এখনো ঘুরছে কিনা, চলো যাই  একবার দেখে আসি চলো
শুধু আধপাগলেরা ধাক্কা খেয়ে পুরোটা পাগল হয় এইখানে
এ ওর মুখের মধ্যে হ্যাটা দিয়ে, ঝামা ঘষে দেয়
বিকেলে চা খেতে খেতে আমরা বিরক্তিগুলো কিছু বা সরিয়ে রাখি পাশে
আমরা কি দুঃস্বপ্ন কোনো? পোড়া গাছ?
(উৎকন্ঠা/ভাস্কর চক্রবর্তী)


আগুন নিয়ে খেলছে মানুষ। সময়টা কেমন হয়ে গেছে। পত্রিকার পাতা এবং টিভি স্ক্রলিং এ দৃষ্টি ফিরে এসেছে কিছুদিন। তবু যতটা সংক্ষিপ্ত সম্ভব চোখ সরিয়ে আবার নিজের স্বার্থপরতার জগতে। আমার কি এসে যায়, আমি তো পুড়িনি এখনো, অধিকাংশ মানুষই বোধকরি এরকম, কিছু মানুষ হয়তো ব্যতিক্রম, তাদেরকে আমি উদাহরন করি না।

মানুষকে নিয়ে আমি ভাবি না আর, মানুষের দুঃখ কষ্ট থেকে চোখ সরিয়ে রাখি। এই পোড়া দেশে মানুষকে নিয়ে ভাবতে গেলে সমস্ত জীবন কেটে যাবে, নিজের জন্য কিছু করা হবে না। আমরা তো নিজের জন্যই বাঁচি। সবাই তো নিজের জন্যই বাঁচে। এখানে ভাবতে হবে আমার পকেট খালি কেন, আমার ভাগে কম কেন, কেন আমাকে বঞ্চিত করা হলো সুধাসঞ্চয় থেকে? কেন তুমি দিতে চেয়েও দাওনি? কেন তোমার এত আছে, আমার নেই? এভাবেই এখানে জীবন বহমান।

আমাকে কেউ শাপান্ত করছে? করুক। আমি কোথাও পুড়ছি সেকথা কেউ জানে না।

No comments: