১.
সংবেদনশীলতা একটা গুন যখন সে অন্যের অনুভুতিকে সম্মান করে।
সংবেদনশীলতা একটি কুৎসিত ব্যাপার যখন সে অন্যের ক্ষত খুঁজে বেড়ায়।সংবেদনশীলতা একটা গুন যখন সে অন্যের অনুভুতিকে সম্মান করে।
২.
৩.
৪.
ভাণ একটি প্রয়োজনীয় চারিত্রিক উপাদান যখন সেখানে স্বার্থের সমীকরণ থাকে।
ভাণ প্রায় ভণ্ডামির নামান্তর হলেও কখনো প্রাণঘাতী রাসায়নিক বিক্রিয়া থেকে রক্ষা করে।
৫.
বই পাঠের চেয়ে মানুষ পাঠ কয়েকশো গুন কঠিন কাজ। এক বই বারবার পাঠ করলেও প্রায় একই অনুভুতি হয়। একই মানুষকে যতবার পাঠ করা হয় তত রকমের অনুভুতির জন্ম হতে পারে। ভিন্ন সময়ে ভিন্ন রূপ নিয়ে আবির্ভুত মানুষের মধ্যে এত সীমাহীন সম্ভাবনা যে মানুষকে শ্রেষ্ঠ জীব না বলে কোন উপায় নেই। মানুষ একাধারে অসহায় এবং অনিশ্চিত প্রাণীও বটে।
৬.
শিক্ষিত মধ্যবিত্ত বাঙালী সবচেয়ে বেশী বৈচিত্রময় প্রাণী। এদের অভিযোজন ক্ষমতা এত প্রবল যে এরা প্রত্যেকটি ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন রং ধারণ করতে সক্ষম। এদের মুখোশ এত বেশী যে কোনটা আসল সেটা একদিন নিজেরাই ভুলে যায়।
শিক্ষিত মধ্যবিত্ত বাঙালী সবচেয়ে বেশী বৈচিত্রময় প্রাণী। এদের অভিযোজন ক্ষমতা এত প্রবল যে এরা প্রত্যেকটি ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন রং ধারণ করতে সক্ষম। এদের মুখোশ এত বেশী যে কোনটা আসল সেটা একদিন নিজেরাই ভুলে যায়।
৭.
বন্ধুত্ব ব্যাপারটার মধ্যে কেমন যেন একটা অর্থনীতি কাজ করে।
৮.
প্রেমের সবচেয়ে মর্মান্তিক পরিণতি বিচ্ছেদ নয়, আক্ষেপ।
৯.
টাকাওয়ালাদের টাকার গরম সহ্য করা গেলেও পড়ুয়াদের পড়ার গরম সহ্য হয় না।
১০.
সামাজিক অনুষ্ঠানে পকেটমোটা লোকদের টাকার আলাপ যেমন অসহ্য তেমনি বইপাড়ায় গিয়ে লেখক সাহিত্যিকের জ্ঞানী আলাপও অসহনীয়।
১১.
সুখ খুবই সাময়িক কিছু তুচ্ছ ঘটনার সমষ্টি যা প্রতিদিন একাধিকবার ঘটতে পারে। অথচ মানুষ দীর্ঘ মেয়াদী সুখের জন্য এতটা হন্যে হয়ে থাকে যে দৈনিক সুখের পরমাণু মুহুর্তগুলো চোখ এড়িয়ে যায়। কিছু মানুষ বার্ষিক সুখের আকাঙ্খায় দু দশ মিনিটের সুখ বিসর্জন দিয়ে বলে- সুখ নাইরে পাগল!
No comments:
Post a Comment