যতটা আঘাত পাবার ছিল,
পাওয়া হলো তারো বেশী,
পাওনা ছিল বলে।
যতটা আঘাত দেবার ছিল, পাওয়া হলো তারো বেশী,
পাওনা ছিল বলে।
দেয়া হলো তারো বেশী,
দেনা ছিল বলে।
বোধ হলো উদয়।
শুদ্ধ মানসে নতুন প্রভাত,
রবিরও কিরণ মেনে।
অবোধ কবি তবু বলে-
https://www.youtube.com/watch?v=h8wQ2ofZRn8
https://www.youtube.com/watch?v=h8wQ2ofZRn8
আরো আঘাত সইবে আমার
সইবে আমারো,
আরো কঠিন সুরে জীবনতারে ঝংকারো ।
যে রাগ জাগাও আমার প্রাণে
বাজে নি তা চরমতানে,
নিঠুর মূর্ছনায় সে গানে
মূর্তি সঞ্চারো ।
লাগে না গো কেবল যেন
কোমল করুণা,
মৃদু সুরের খেলায় এ প্রাণ
ব্যর্থ কোরো না ।
জ্বলে উঠুক সকল হুতাশ,
গর্জি উঠুক সকল বাতাস,
জাগিয়ে দিয়ে সকল আকাশ
পূর্ণতা বিস্তারো ।
No comments:
Post a Comment