Sunday, March 16, 2014

ন কবিতা




আছে অগণিত নিজস্ব অমল ধবল পাপ
সাথে উপহার কয়েকটি বিশ্বস্ত অভিশাপ
এত ভুল এত চুন,
এতখানি নয়ন জল
তবু যদি বলো,
বড্ড ভালো আছি
কত বড় সত্যের অপালাপ?


* * * *




তোমার জন্য আমার চোখে
আকাশ ছোঁয়া বর্ষা।
তোমার চোখে আমার আকাশ
হারিয়ে যাবার স্বাধীনতা।

তুমি আমার বৃষ্টি বিলাস
সকাল দুপুর রাতে

বৃষ্টি ঝরে ঘরের বাইরে
বৃষ্টি এখন আকাশ জুড়ে
বৃষ্টি আছে বুকের ভেতরে।

* * * *

 
একেকটি দিন তোমার ছোঁয়ায়-
প্রতিদিনের একটি জীবন।
তুমি বিহীন
অসম্পূর্ন আমার দিন।

* * * *
 
নাগালের বাইরের কিছু ছোঁয়া যায় না, নিষেধাজ্ঞা অমান্য করে উষ্ণতার নৈকট্যে
অতঃপর সে আমার কাছেই, শূন্যতা হটানো নৈঃশব্দে

* * * *

বৃষ্টি থেমে গেছে
অবশ অলসতায় প্রকৃতি
আকাশে এখনো মেঘ
আবারো ফিরবে বৃষ্টি,
ফের বৃষ্টি তোমাকেও ফেরায়।

* * * *

সারারাত তোমার ভালোবাসার বৃষ্টিতে ভিজবো
সকল বহিরাগত দাবীর সত্যতা উপেক্ষা করে।

* * * *

সৌন্দর্য মায়া
আলো হয়ে
তোমার চোখে
আশ্রয় খোঁজে।


No comments: