Saturday, August 6, 2011

লাভ ক্ষতি

যে পরিমাণ ঠকলে আমার ক্ষতি হচ্ছে না, সে পরিমাণ ঠকতে সমস্যা কোথায়, যদি সেই ঠকাটা অন্য কারো মুখে হাসি ফোটায়। ঠকতেও আনন্দ পায় কিছু বোকা মানুষ।

একমুঠো বালিতে একশো রকম খনিজ আছে। প্রত্যেকটা খনিজ আলাদা করার জন্য যে মেধা এবং যন্ত্রপাতি দরকার তা আমার নেই বলেই বালিগুলি মুঠোভরে ধরতে পারছি এবং মনে হচ্ছে বালিগুলো সব অর্থহীন।

মানুষ হলো পেয়াজের মতো। অনেকগুলো খোলসে আবৃত। একেকটা খোলসে একেকটা মানুষ। যদিও স্বাদ গন্ধ সবই একই। তবু একেকটি সম্পর্কের সাথে একেকটি খোলসের মাধ্যমেই পরিচিত সে।

বাংলাদেশে নির্বোধ মানুষের সংখ্যা অত্যধিক। যাদের বিরাট একটা অংশ নিজেদের চালাক মনে করে। মিথ্যে বলার দক্ষতাকে যোগ্যতার অংশ মনে করে। এরাই দেশের সকল সমস্যার মূল। সরকার প্রধান থেকে পথচারী পর্যন্ত কয়েক কোটি মানুষের সমাহার এই নির্বোধ দলে।

পাওয়ার জন্য কাজ করি আমরা দেয়ার জন্য নয়, তাই পাওয়াটাকে কাজের অন্তর্ভূক্ত করি, দেয়াটাকে নয়। যাদের যথেষ্ট পাওয়া হয়ে গেছে তাদের উচিত দেয়ার জন্য কাজ করা। এই দেয়াটা দান নয়, দায়িত্ব।

No comments: