অপ্রস্তুত সমাপ্তিতে খুব ক্ষতি হয়ে যায়। যার সমাপ্তি তার নয়, তার চেয়ে বেশী ক্ষতি হয় তার উপর নির্ভরশীলদের। অপ্রস্তুত সমাপনীকে এড়াবার কোন উপায় আছে? নাই।
অনেকগুলো অসমাপ্ত ভ্রমণ রয়ে গেছে। হিমালয় যাবার বাসনা বহুকালের। ছেলেবেলায় কাঞ্চনজংঘা নামে একটা কিশোর উপন্যাস পড়েছিলাম। সেই থেকে মাথার ভেতর কাঞ্চনজংঘা দেখার ভুত চেপেছিল। দার্জিলিং গিয়ে সেই সাধটা পুরন করা কোন ব্যাপার না এখন। তবু যাওয়া হয়নি। হিমালয়ের আরেক কন্যা ভূটান যাবার চেষ্টা করছি গত পাচ বছর। ছুটিছাটার অভাবে তাও হয়নি। আন্দামান দ্বীপপুঞ্জের উপর পড়াশোনা করার পর দেখতে পাই পৃথিবীর আদিম অবস্থারা খানিক চিত্র এই দ্বীপগুলোতে আছে। সেখানেও যাওয়ার সুযোগ পেলাম না আজো। এরকম আরো অনেক ভ্রমণ অসমাপ্ত থেকে যাবে। সম্প্রতি মরে যাওয়া আরেকটি স্বপ্ন ভ্রমণের অপ্রস্তুত সমাপ্তি দেখে রীতিমতো বিষাদগ্রস্থ। আমার কোন ভ্রমণই সফলতা পেলো না। মানুষের জীবনটাই আসলে অসমাপ্ত ভ্রমণ। আক্ষেপ করে কাজ নেই।
তার চেয়ে অজয় শুনি আরেকটা।
|
আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি
আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি।
আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি
আমি সেদিন থেকে সেদিন থেকে জেতা বাজি হেরেছি
মুক্তো ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি
বুঝিনি সেদিন বড় সাধের বুকে দুলিয়ে দিয়েছি
এখন শূণ্য ঝিনুক ছিন্ন হৃদয় একি আলো ধরেছি
মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধুকে কাছে ডাকি
তাই নিজের চোখে জল এনে সে আমায় দিয়েছে ফাঁকি
নাগের মাথায় যে মনি মানায় তাকে ছিঁড়ে এনেছি।
মনি যে সবার সাজে না, সে মনিকে ম্লান দেখে জেনেছি
এখন অন্ধ নাগের বিষে বিষে দেহমনপ্রান ভরেছি।
1 comment:
অসাধারণ গান। তিনটি বানান প্রমাদ রয়েছে। শুধরে নিলে খুশি হব।
Post a Comment