বদলে যাওয়া একটি মৌলিক অধিকার। কেউ বদলে যেতে চাইলে বদলে যেতে দেয়া উচিত। একঘেঁয়ে সময় কাটাতে বদলে যায় মানুষ। নতুন সুখের অন্বেষণে বদলে যায় মানুষ। নতুন সম্পর্কের ছোঁয়ায় বদলে যায় মানুষ। আর্থিক অবস্থান পরিবর্তনে বদলে যায় মানুষ। চারপাশে টাল খাওয়া পোড় খাওয়া বদলে যাওয়া মানুষের ভেতর সুশীলতায় ভরপুর মানুষেরাও বদলে যায় সময়ে সময়ে।
প্রয়োজনের কোন শেষ নেই, একের পর এক নতুন চাহিদা এসে মানুষের বদলে যাওয়াকে তরান্বিত করে। বদলে যাওয়া মানুষের মুখ দেখতে খুব অসহ্য লাগে যদি, তাহলে গর্তে গিয়ে চোখ ঢাকো। চেনামুখ যখন অচেনা গলায় কথা বলবে, তখন পালিয়ে বাঁচো। নয়তো সয়ে যাও সয়ে যাও, যদ্দিন সয়ে যেতে পারো তদ্দিন তুমি সুশীলতম মানুষ। সইতে না পারলে যুতসই একটা মুখোশ এঁটে নাও মুখের উপর, কিংবা ঠুলি পড়ে অন্ধ হয়ে যাও। বদলে যাওয়া অতিচেনামুখ দেখে তোমাকে আর চমকে উঠতে হবে না।
তুমি বদলাবে না? কেন বদলাবে না? তুমিও বদলাও। নইলে একদিন ঘুম ভেঙে দেখতে পাবে বদলে গেছে দৃশ্যপট, সবাই নিজ নিজ মুখোশ বদলে ফেলেছে, চেনামুখগুলো কেউ চেনা নেই, সবাই তোমাকে ফেলে চলে গেছে নতুন সময়ের ডাকে। আর....আর তুমি না বদলানোর প্রতিজ্ঞায় আটকে থেকে দেখলে তুমি একা। তোমার কোথাও যাবার নেই। তোমার কোন গন্তব্য নেই। তোমার ভ্রমণের টিকেট হয়ে গেছে অপাঙক্তেয়।
No comments:
Post a Comment