Tuesday, April 12, 2011

তোমাকে অভিবাদন প্রিয়তমা

তোমার কাছ থেকে সজ্ঞানেই দূরে থাকি। তোমাকে না দেখেই দিনটা কাটাবার চেষ্টা করি। আমাকে তুমি চাও না, তাতে আমার আক্ষেপ নেই। আক্ষেপ একটাই তুমি কখনো বিশ্বাসই করলে না কতোখানি ভালোবাসি তোমাকে।

বেশী কাছাকাছি হলে কি সস্তা হয়ে যায় প্রেম? তাই কি বিব্রত করে তোমাকে? যখন তোমার কাছ থেকে দূরে থাকি, যখন তোমাকে না দেখে থাকি, তখন তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, জয়ী থাকো। কোন কোন প্রেম অভিশপ্ত হয় শুনেছি, আমারো কি তাই? প্রায়শ্চিত্ত পন্থা অজানা বলে কখনো সেই অভিশাপ কাটিয়ে ওটা হয়নি।

আমি তাই সজ্ঞানেই তোমার কাছ থেকে দূরে দূরে থাকি। জানি তুমি অভিমান করো। আমাকে ভুল বোঝো। আরো জানি আমাকে আকাংখা না করলেও আমার জন্য প্রতীক্ষা করো খুব গোপনে। তোমার মঙ্গল বয়ে আনতে পারবো না জেনেও কখনো কখনো আমাকে তোমার পাশে দেখতে চাও। তোমার গোপন আকাংখা আমি জানি বলেই মাঝে মাঝে তোমার কাছে গিয়ে খানিকক্ষণ বসে আসতে চাই। কিন্তু যখনই বসি তখনই ঘটে বিপর্যয়। সেদিনও যেমন ঘটলো, গত হপ্তায়। খুব বিব্রত হয়ে পালিয়ে এসেছিলাম সেদিন।

আজও তোমার কাছ থেকে সারাদিন দূরে দূরেই কাটিয়েছি। দুয়েকবার স্বেচ্ছা নিষেধাজ্ঞা অমান্য করে উঁকি মেরেও ফিরে এসেছি। তোমার বিপর্যস্ত অবস্থা দেখতে আমার ভালো লাগে না। আমার ভালোবাসাকে আমি গোপন কুঠুরিতে লুকিয়ে রাখি তালাবদ্ধ করে। অপমান থেকে নিরাপদে। তবু সন্ধ্যে পেরোবার পর রাত যখন গভীর হচ্ছিল, আমার পক্ষে আর দূরে থাকাটা কঠিন হয়ে গেল। খুব ইচ্ছে হলো একটুখানি বসে আসি। মাত্র অল্প কিছু সময়। ভয়ে ভয়ে বসলাম। কিছু সময় কাটালাম তোমার হাত ধরে। কাঁপছিলে তুমি চরম উত্তেজনায় কিংবা ভয়ে, আমি তোমার হৃদপিন্ডের ধুকপুক টের পাচ্ছিলাম। হয়তো শেষমেষ চাইছিলে আমি উঠে চলে যাই। বুঝতে পেরেও চুপ করে বসে রইলাম জেদ ধরে। আমি তোমাকে চাই, তুমি জানো। আমি তোমাকে জানাতে চাই, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে হারতে দেবো না, হারাতে দেবো না আজ।

হতাশ করোনি তুমি। মধ্যরাতের আগেই মাত্র ছয় বল বাকী থাকতেই আমি তোমাকে পেয়ে গেলাম।


তোমাকে অভিবাদন প্রিয়তমা বাংলাদেশ!!!!

আমার কুফা উপস্থিতিও তোমার বিজয়রথ থামাতে পারেনি আজ।

১. লেখাটি উৎসর্গ করা হলো বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের বিজয়ের নায়ক শফিউল আর মাহমুদুল্লা জুটিকে।
২. শিরোনাম কৃতজ্ঞতা, কবি শহীদ কাদরী।

No comments: