Tuesday, April 12, 2011

অপ্রীতিকর

টাকাটা ভীষণ ময়লা। লোকটাও। আপাদমস্তক নোংরা একটা লোক ততোধিক নোংরা একটা নোট বাড়িয়ে দিচ্ছে তাকাতেও গা ঘিনঘিন করছে। টাকাটা নোংরা হলেও মূল্য তার নতুন নোটের মতোই। জমিরুদ্দিনের মাথায় ব্যাপারটা গোলমেলে ঠেকে। মানুষ নোংরা হলে তাকে আমরা ঘরের ত্রিসীমানায় ঢুকতে দেই না, আর ময়লা টাকা অবাধে বুক পকেটে নিয়ে ঘুরি। মানুষ আর টাকা দুটোর মধ্যে টাকারই জিত। যদিচ টাকা মানুষের সৃষ্টি, কিন্তু সৃস্টিকর্তার চেয়ে সৃষ্টির মূল্য বেশী এখানে। যত্তসব অজাচার!

জমিরুদ্দিন একসময় নতুন টাকার মতো টাটকা ছিল। কর্মসময় ফুরিয়ে অবসরে যাবার পর থেকে ময়লা জীবন শুরু। সবকিছু দীনহীন হতে থাকে, পরনের ফতুয়ার পেছনের কোনা দুটো নৌকা হয়ে থাকে। পুত্রকন্যাগণ নিতান্তই দায়সারা ভাবে কাছে আসে। বাড়ীটা নেহায়েত তার নামে বলেই। স্ত্রী বিগত হয়েছে অবসরে যাবারও আগে। একাকীত্বের স্বাদ নতুন কিছু নয়। স্ত্রী থাকলে অবসর পরবর্তী সময়ে তাকে কিরকম সমাদর করতো বলা মুশকিল।

জমিরুদ্দিন হাত বাড়িয়ে টাকাটা নিল। ভিক্ষুকটাকে দশ টাকার নোটটা দিয়ে পাঁচ টাকা ফেরত চেয়েছে। আগে কখনো এই কাজ করতো না। পুরো দশ টাকাই দিয়ে দিত। কিন্তু অবসরে যাবার পর থেকে পকেটে কতো টাকা আছে তার মুখস্ত। আগে কখনোই মানিব্যাগে থাকা টাকার পরিমাণ জানতো না।

আয়ু বেশী নেই তার। ফুরিয়ে আসছে আয়ু আর ব্যাংকের বাজেট। তার ইচ্ছে ব্যাংকের বাজেট যেন আয়ুবাজেটের চেয়ে একটু বেশী দীর্ঘায়িত হয়।

টাকাটা ফেরত দিয়েও ভিক্ষুকটা চলে গেল না। সামনে দাঁড়িয়ে রইল। কিছু একটা বলবে। দোয়া করবে? বিরক্তি লাগে এই ব্যাপারটা। টাকা দিয়েছি, নিয়ে চলে যা।

অ জমির। ভিক্ষুকের মুখে নিজের নাম শুনে চমকে উঠে সে। ভালো করে তাকায় দাড়িগোঁফে সাদা জঙ্গলের ভেতরে তোবড়ানো মুখটার দিকে। চশমাও আছে যার ডানচোখের কাঁচে পরিষ্কার ফাটল।

অ জমির, তুই আমারে চিনছোস? আবারো ডাকলো ভিক্ষুকটা।

জমিরুদ্দিন চশমাটা ভালো করে মুছে আবার তাকায়। কে লোকটা? তার নাম জানে কি করে? তার কোন বন্ধু দেউলিয়া হয়ে ফকির বনে গেছে.....হতেই পারে না।

আমি শফিউল। কোনাবাড়ির শফিউল.............এটুকু শুনেই স্মৃতি এক লাফে তাকে ইতিহাসের এক চরম অপমানজনক অধ্যায়ে নিয়ে যায়। চল্লিশ বছর পেছনে।

কিন্তু এই শফিউল তো খুন হয়ে যাবার কথা। ভিখিরি সেজে পুলিশের চর হয়ে কি সে আজ এই বাড়িতে? মাথা থেকে টাকাপয়সার দর্শন সব উবে যায়। চল্লিশ বছর আগে শফিউল তাকে চরম অপমান করেছিল, মরে যাবার মতো ঘেন্না লেগেছিল নিজেকে। সেই অপমানের প্রতিশোধ নিতে শফিউলকে ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করার জন্য এক লাখ টাকা নগদ দিয়েছিল জমিরুদ্দিন।

"আমি তোমাকে চিনি না!!"

ভয়ে ঘামতে থাকলেও ভেতরটা শক্তই তার। হাতের লাঠিটা মুঠো করে ধরে রাখে। এই লাঠিতে ভর না দিয়ে সে উঠে দাঁড়াতে পারে না। কিন্তু খুনের মামলায় ফেঁসে যাবার ভয় তাকে লাঠি ছাড়াই দাঁড় করিয়ে দেয়।

"আমি তোকে চিনিনা, যা দূর হ এখান থেকে।" ক্রোধ আর অচেনা ভীতিতে চিৎকার করে ওঠে জমিরুদ্দিন।

পাড়া কাঁপিয়ে হো হো করে হেসে ওঠে শফিউল। জমিরুদ্দিনের পাঞ্জাবীটা ভিজে গেছে, ভেতরের গেঞ্জী থেকে ঘামের ধারাটা কোমর হয়ে হাঁটু পর্যন্ত নেমে গেছে। এখুনি বদলানো দরকার। কিন্তু তার আগে এই বদমাশটাকে তাড়াতে হবে।

কিন্তু অট্টহাসিটা তাকে এতটা ভারসাম্যহীন করে যে হাতের লাঠিটা অজান্তেই শফিউলের মাথায় নেমে আসে।
এবং এক আঘাতেই শফিউলের পতন।

শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে তার মুখ দিয়ে গড়গড় শব্দে বেরুনো বাক্যটা, "এবার তোরে ফাঁসিতে ঝুলানো গেলরে হারামজাদা।"

বারান্দায় ভেসে যাওয়া রক্তের মধ্যে পতিত শফিউলের কুঁচকানো কপালের নীচে আধভাঙ্গা চশমার কাঁচে জমিরুদ্দিনের ফাঁসিকাষ্ঠের ছবিটা যেন ভেসে উঠলো।

No comments: