১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে বেশ কয়েকবার ক্ষমতার পালাবদল হয়েছে। সরকার বদল ঘটেছে বহুবার। কিন্তু ২০২৪ সাল বাকীগুলোর চেয়ে অনেকটা আলাদা। এত সহিংসতা, এত ধ্বংসযজ্ঞ, এত হত্যাকাণ্ড, এত নৈরাজ্য, এত অন্যায়, এত অপকর্ম, এত অঘটন, এত অনৈতিকতা, এত নৃশংসতা বাংলাদেশের ইতিহাসে আগে কখনোই ঘটেনি। ২০২৪ সালের জুলাই-আগষ্ট মাস থেকে একটা নতুন বাংলাদেশ যাত্রা করেছে। এক পক্ষ এই যাত্রাকে দ্বিতীয় স্বাধীনতা বলছে, আরেকদল মানুষ এটাকে নৈরাজ্যে পথে নতুন যাত্রা বলছে। সময়ই বলবে আসলে কোন পথে যেতে শুরু করেছে বাংলাদেশ। ভালোমন্দ বিচার করার সময় এখনো আসেনি। আরো ছমাস পর কিংবা বছর কেটে যাবার পর আমরা আরেকটু পরিষ্কার হবো। তবে ইতিহাসের এই মাইলফলকটা ঘটনাবহুল কয়েকটা দিনের পত্রিকার পাতা দিয়ে রেকর্ড করা থাকলো। ভবিষ্যৎ বাংলাদেশ মাঝে মাঝে এই তারিখগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতেও পারে।
১৫ জুলাই ২০২৫: সূত্রপাত
৪ আগষ্ট ২০২৪: ধ্বংসের শেষ প্রান্তে
৫ আগষ্ট ২০২৪: অনিবার্য পরিণতি
No comments:
Post a Comment