অল্প সময়ের মধ্যে একটা ব্যাপার ঘটবে আন্দোলনকারী ছাত্রদের মধ্যে। বিভাজন। সরকার পতনের এই যে আনন্দ করছে ওরা তাদের মধ্যে দুই শ্রেণী আছে। একটা ভাগ কট্টরপন্থী, আরেকটা ভাগ প্রগতিশীল। এদের মধ্যে বিরোধ শুরু হবে এবং প্রগতিশীল অংশ অচিরেই বাতিলের দলে পড়ে যাবে। ডানপন্থী কট্টর গ্রুপ পুরোপুরি নিয়ন্ত্রণ নেবে সবকিছু। এই আন্দোলনে যে সাধারণ মানুষ যুক্ত ছিল, প্রগতিশীল শ্রেণীর সক্রিয় সমর্থন ছিল, সেটা পুরোপুরি মুছে যাবে। সেখান থেকেই নতুন অন্ধকার ধারা শুরু।
No comments:
Post a Comment