Tuesday, July 30, 2024

নির্বোধ দম্ভ

কোনো মানুষই অমর অজেয় নয়। সব শক্তিমানই ক্ষয়ে যায় একসময়। তবু হাস্যকরভাবে কোনো কোনো শক্তিমান এমন দম্ভ নিয়ে ঘুরে বেড়ায় যেন গোটা সৌরজগত তার অধীন।ক্ষমতা বলয়ে অন্ধ হয়ে থাকা এই মূর্খদের বড় অংশই বাঙালি। আমি অর্থের দম্ভ দেখেছি, আমি রাজনৈতিক দম্ভ দেখেছি, আমি অস্ত্রবাজের দম্ভ দেখেছি। সব শক্তিমান যুবকই একসময় বয়সের কাছে হার মেনে, অসুস্থতায় ন্যুজ্ব নিজের ভার নিজেই বহনে অক্ষম হয়ে পড়ে। আমি ত্রিশ বছর আগে যেসব দাম্ভিককে শক্তি প্রদর্শন করতে দেখেছি, বর্তমানে তাদের অনেকের করুণ পরিণতিও দেখছি। যারা ছিল অতি বিপ্লবী, তাদের অনেকেই এখন ভয়াবহ আপোষকামী, মেরুদণ্ডহীন। যত ক্ষমতাই থাকুক, যত ধন সম্পদ থাকুক পৃথিবীতে কোনো মানুষ তো ১০০০ বছর বাঁচে না। এ কথা একটা শিশুও জানে যে ৩০-৪০ বছরের বেশি শক্তি থাকে না গায়ে। তবু দাম্ভিক মূর্খগুলো অনর্থক ক্ষমতা প্রদর্শন করে জগতে ঘৃণা উপার্জন করে যায়। পতনের সময়ে সহানুভূতিরও দেখা পায় না এরা। মর্মান্তিক সত্য।


No comments: