দেশপ্রেম বা জাতীয়তাবাদ ভালো জিনিস, কিন্তু সেটা যদি আগ্রাসী রূপ ধারণ করে কিংবা অন্য জাতিগোষ্ঠির অনিষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তখন নতুন করে ভেবে দেখা উচিত। অতি জাতীয়তাবাদ ফ্যাসিস্টের নামান্তর।
এই গ্রহের ওপর প্রতিটা প্রাণীর সমান অধিকার আছে। মানুষ শক্তি বুদ্ধি দিয়ে এই গ্রহটিকে জয় করলেও একমাত্র মালিক হয়ে যায়নি। ভূমি জয় করা যায়, আলো আকাশ বাতাস জয় করা যায় না। অধিকারবোধ একটি ভ্রান্ত ধারণা।
এই গ্রহের ওপর প্রতিটা প্রাণীর সমান অধিকার আছে। মানুষ শক্তি বুদ্ধি দিয়ে এই গ্রহটিকে জয় করলেও একমাত্র মালিক হয়ে যায়নি। ভূমি জয় করা যায়, আলো আকাশ বাতাস জয় করা যায় না। অধিকারবোধ একটি ভ্রান্ত ধারণা।
No comments:
Post a Comment