তুলনা জিনিসটার অপপ্রয়োগ পৃথিবীতে অনেক অনাচারের জন্ম দেয়। এখন কেউ কেউ ২০২৪ সালের ছাত্র আন্দোলনকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সাথে তুলনা করছে। এটাকে দ্বিতীয় স্বাধীনতাও বলছে কেউ কেউ। সাময়িক আবেগে ভেসে গিয়ে এই ধরণের অবান্তর তুলনা নিতান্তই নির্বুদ্ধিতার সামিল। রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য প্রতিহিংসায় তাড়িত হয়ে এ ধরণের উচ্চারণ বাংলাদেশকে অপমান করে। আমাদের লক্ষ লক্ষ পূর্বপুরুষ নিজেদের প্রাণ উৎসর্গ করে এই দেশটাকে স্বাধীন করেছিল। নয় মাস ধরে যে ভয়ানক হত্যাযজ্ঞ আর ধ্বংসযজ্ঞ চলেছিল সেটার নজির দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছাড়া আর কোথাও নেই। সুতরাং এই ধরণের অবান্তর তুলনা সেই সব লক্ষ লক্ষ শহীদের প্রতি অপমান। ১৯৭১ সালকে অপমান করা নিজের জন্মকে প্রশ্নবিদ্ধ করার মতো ব্যাপার। আমার বিশ্বাস এই প্রজন্মের কোনো শিক্ষিত তরুণ এমন তুলনা করে না। যেসব অর্বাচীন এমন অসঙ্গত তুলনা করে তাদের সংখ্যা বেশি নয়।
যেন ভুলে না যাই, এই ছাত্র আন্দোলন সফল হয়েছিল প্রাজ্ঞ শিক্ষিত প্রগতিশীল মননশীল মানুষেরা সমর্থন দিয়েছিল বলে। যেসব ছাত্র শ্লোগান দিয়ে মানুষকে রাস্তায় নামিয়েছিল তারা কেউ এই অবান্তর তুলনাকারী নির্বোধ জনগোষ্ঠির অংশ নয়। এই ছাত্রগুলো ৫২, ৬৯, ৭১ সালের ইতিহাসের পথ ধরে তাদের আন্দোলনকে সফল করেছিল। আন্দোলনের সফলতার পর হঠাৎ করে রাজপথ দখল করে যেসব নির্বোধ এমন অবান্তর তুলনা করতে শুরু করেছে, তাদের মতো কেউ আন্দোলনের ডাক দিলে সাধারণ মানুষ নামতো না। এই বাস্তবতাও যেন ভুলে না যাই।
No comments:
Post a Comment