Friday, October 27, 2023

সংকট এবং কাজ

দুশ্চিন্তা- ১ : সারা পৃথিবী অস্থির হয়ে উঠছে। গাজা-ইসরায়েল সমস্যা মহাযুদ্ধে রূপ নিলে অবাক হবো না। পৃথিবীতে যুগ যুগ ধরে অসভ্য যুদ্ধগুলো সৃষ্টি করেছে সভ্যতম রাষ্ট্রগুলো। 

দুশ্চিন্তা-২ : এই বছরের শেষভাগ বাংলাদেশের জন্য আরেকটা অস্থির সময় নিয়ে আসছে। পৃথিবীর অস্থিরতায় বাংলাদেশও যুক্ত হতে পারে।

দুশ্চিন্তা-৩ :  সারা দেশের মধ্যবিত্ত মানুষগুলো নিঃশব্দে নিন্মবিত্তে রূপান্তরিত হয়েছে। আমরাও তার বাইরে নই।  সীমিত আয়ের মানুষগুলোর কান্না কারো কানে পৌঁছায় না। 

দুশ্চিন্তা-৪ : ব্যক্তিগত এবং পারিবারিক অসুস্থতা প্রতি মাসেই হাজির থাকে। অপ্রত্যাশিত আক্রমণে আক্রান্ত হবার সম্ভাবনা যে কোন সময়।


অনুসিন্ধান্ত

কাজই জীবন, জীবনই কাজ। ডানা ভেঙ্গে পড়ে যাবার আগ পর্যন্ত উড়ে যেতে হবে। 

No comments: