Thursday, October 12, 2023

সভ্যতার অসভ্যতা

মানব সভ্যতার একটা দুর্ভাগ্য যখন যাদের হাতে ক্ষমতা থাকে, তখন তাদের অন্যায় করার সীমাহীন অধিকার থাকে। শক্তিমানদের হাতে অন্যায় করার যুক্তি মজুদ থাকে। 

ধর্ম এবং রাজনীতি আধুনিক মানুষের অসভ্যতার হাতিয়ার।

হামাস বাহিনী ইসরায়েলে হামলা চালিয়ে শতশত নিরীহ মানুষকে হত্যা করেছে। জিম্মি হিসেবে ধরে নিয়ে গেছে শতাধিক নারীপুরুষকে। তার প্রতিশোধ নিতে ইসরায়েল বাহিনী পাল্টা হামলা চালিয়ে আরো শত শত নিরীহ মানুষকে হত্যা করেছে গাজা শহরে। আমেরিকাসহ পুরো পশ্চিমা শক্তি ইসরায়েলের পক্ষ নিয়েছে। আমেরিকা সর্বশক্তি নিয়ে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। সম্ভবত  এবার পুরো প্যালেস্টাইনের মানচিত্র আরেকবার বদলে যাবে। একটা অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে আরো কয়েকগুন অন্যায় করা হচ্ছে। 

হামাস এমন একটা অপকীর্তি করেছে, যার মূল্য পরিশোধ করছে অসংখ্য নিরীহ মানুষ।

আজ মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ইসরায়েলে গিয়ে সংহতি জানিয়েছে ইসরায়েলের সাথে। হামাসকে ধ্বংস করে দেবার প্রত্যয় ব্যক্ত করেছে। সেটা করুক। কিন্তু একবার একটা শব্দও উচ্চারণ করলো না হামাসের হামলার প্রতিশোধ নিতে গিয়ে পুরো গাজা শহরকে ধ্বংসস্তুপে পরিণত করেছে, হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করে যাচ্ছে নির্বিচারে। মানুষকে পালাবার সুযোগও দিচ্ছে না। বিদ্যুত পানি খাদ্য ওষুধ সবকিছুর সরবরাহ বন্ধ করে দিয়েছে। সীমান্ত বন্ধ করে ইঁদুরের মতো হত্যা করছে। কয়েক হাজার হামাস যোদ্ধার উপর প্রতিশোধ নেবার জন্য বাইশ লাখ মানুষকে ধ্বংসের মুখোমুখি ঠেলে দিয়েছে। সে ব্যাপারে আমেরিকা একটা শব্দও উচ্চারণ করেনি। এতে মনে হয় শুধু ক্ষমতাবানদের প্রাণের মূল্য আছে, দুর্বলের প্রাণ পিপড়ারও অধম। 

বাকী পৃথিবী এখনো বুঝতে পারছে না কার নিন্দা করবে, কার পক্ষ নেবে। 

আমরা অপেক্ষায় থাকবো আরেকটি পরিবর্তনের জন্য।



No comments: