Saturday, October 21, 2023

পিপীলিকার মানবাধিকার!

একটা পিঁপড়া আমাকে কামড় দিলে তার পুরো বাসাটা জুতো দিয়ে পিষে গোষ্ঠিসহ পরপারে পাঠানোর অধিকার আছে আমার। এটার নাম মানবাধিকার। আরো পিঁপড়া এসে কামড়াতে শুরু করলে আমার ভাই বেরাদর লাঠি নিয়ে আসবে, পিঁপড়ার বাসায় কেরোসিন দিয়ে পুড়িয়ে ফেলতে পারে। এটাও মানবাধিকার। এ ধরণের মানবাধিকার পৃথিবীতে স্বীকৃত এবং প্রতিষ্ঠিত। পিঁপড়াদের ঘরবাড়ি সংসার থাকার অধিকার নিয়ে কে কখন ভেবেছে?

No comments: