১. বাঙাল সমস্যা
এটা একটা জেনেটিক সমস্যা নাকি আঞ্চলিক বায়ুদুষণ? বাঙালীদের জিনে ঠিক কখন থেকে এই সমস্যাটা শুরু? এটা কি বিশেষ কোন খাবারের কারণে, নাকি জলবায়ুর কারণে, নাকি আর্থিক অবস্থার কারণে?
এই গাঙ্গেয় ব-দ্বীপ অঞ্চলে জনপ্রিয় মানুষেরা বেশীদিন জনপ্রিয় থাকে না, মেধাবী মানুষেরা স্মৃতিভ্রষ্ট হয়ে যায়, সৎ মানুষেরা শঠতায় ভুগতে শুরু করে। সেটা খেলোয়াড়, বুদ্ধিজীবি, রাজনীতিবিদ, শিক্ষক যাই হোন না কেন, একটা সময় এসে প্রায় সবার লাইন নড়বড়ে হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়।
এবং নষ্ট হবার পর বলতে থাকে আগে ভুল ছিলাম এখন সঠিক হইছি। আর আমরা তখন সেই প্যাট্রিয়ট কবিতার মতো একসময়ের জনপ্রিয় মানুষকে জুতোপেটা করে নীচে নামাতে শুরু করি।
বিতর্ক এড়াতে আমি কারো নাম উল্লেখ করছি না, কিন্তু গত ১০০ বছরে জন্ম নেয়া কমপক্ষে অর্ধশতক স্বনামধন্য বিশ্বখ্যাত বাঙালী সেই তালিকায় আছেন। একজন বাঙালী হিসেবে আমি খুব দুঃখিত বোধ করি।
এটা একটা জেনেটিক সমস্যা নাকি আঞ্চলিক বায়ুদুষণ? বাঙালীদের জিনে ঠিক কখন থেকে এই সমস্যাটা শুরু? এটা কি বিশেষ কোন খাবারের কারণে, নাকি জলবায়ুর কারণে, নাকি আর্থিক অবস্থার কারণে?
এই গাঙ্গেয় ব-দ্বীপ অঞ্চলে জনপ্রিয় মানুষেরা বেশীদিন জনপ্রিয় থাকে না, মেধাবী মানুষেরা স্মৃতিভ্রষ্ট হয়ে যায়, সৎ মানুষেরা শঠতায় ভুগতে শুরু করে। সেটা খেলোয়াড়, বুদ্ধিজীবি, রাজনীতিবিদ, শিক্ষক যাই হোন না কেন, একটা সময় এসে প্রায় সবার লাইন নড়বড়ে হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়।
এবং নষ্ট হবার পর বলতে থাকে আগে ভুল ছিলাম এখন সঠিক হইছি। আর আমরা তখন সেই প্যাট্রিয়ট কবিতার মতো একসময়ের জনপ্রিয় মানুষকে জুতোপেটা করে নীচে নামাতে শুরু করি।
বিতর্ক এড়াতে আমি কারো নাম উল্লেখ করছি না, কিন্তু গত ১০০ বছরে জন্ম নেয়া কমপক্ষে অর্ধশতক স্বনামধন্য বিশ্বখ্যাত বাঙালী সেই তালিকায় আছেন। একজন বাঙালী হিসেবে আমি খুব দুঃখিত বোধ করি।
নীরদ চৌধুরীর 'আত্মঘাতী বাঙালী' বইটি আমি পড়িনি। তিনি কি এসব বাঙালকে নিয়ে লিখেছিলেন? হুমায়ূন আজাদ 'বাঙালী' শিরোনামে সাপ্তাহিক খবরের কাগজে একটা প্রবন্ধ লিখেছিলেন অনেক বছর আগে। সেই লেখাটির কথা খুব মনে পড়ে।
এই বিখ্যাত লোকেরা জানেন না তাদের এই পরিবর্তনের কারণে পেছনে ঝুলে থাকা মানুষেরা কতটা দ্বিধাবিভক্ত হয়, পরস্পর বিরোধে জড়িয়ে পড়ে। জাতিকে বিভক্ত করার জন্য, অনৈক্যের জটাজালে আটকে দেবার জন্য এই মানুষগুলো প্রবলভাবে দায়ী। তারা জানেননা কত সুদূরপ্রসারী ক্ষতির বীজ তারা বপন করে যাচ্ছেন।
বাঙালীর কথা থাক, এবার বিশ্বকাপ ফুটবল নিয়ে বানরের গণনাটাইপ কয়েকটি অপরিণামদর্শী ভবিষ্যতবাণী -
৯৯% সম্ভাবনাঃ ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে যে কোন একটা কোয়ার্টার ফাইনালে হেরে যাবে
৮৯% সম্ভাবনাঃ জার্মানী ফ্রান্সকে হারাবে কোয়ার্টার ফাইনালে
৭৯% সম্ভাবনাঃ জার্মানী বিশ্বকাপ জিতবে
৬৯% সম্ভাবনাঃ কোস্টারিকা সেমি ফাইনাল খেলবে
৫৯% সম্ভাবনাঃ নেদারল্যাণ্ড ফাইনাল খেলবে
৪৯% সম্ভাবনাঃ ব্রাজিল চ্যাম্পিয়ান হবে
৩৯% সম্ভাবনাঃ আর্জেন্টিনা ফাইনাল খেলবে
২৯% সম্ভাবনাঃ... ফ্রান্স বিশ্বকাপ জিতবে
১৯% সম্ভাবনাঃ আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে
গণনা শেষ! এবার মাইরপিট করা যায়?
৯৯% সম্ভাবনাঃ ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে যে কোন একটা কোয়ার্টার ফাইনালে হেরে যাবে
৮৯% সম্ভাবনাঃ জার্মানী ফ্রান্সকে হারাবে কোয়ার্টার ফাইনালে
৭৯% সম্ভাবনাঃ জার্মানী বিশ্বকাপ জিতবে
৬৯% সম্ভাবনাঃ কোস্টারিকা সেমি ফাইনাল খেলবে
৫৯% সম্ভাবনাঃ নেদারল্যাণ্ড ফাইনাল খেলবে
৪৯% সম্ভাবনাঃ ব্রাজিল চ্যাম্পিয়ান হবে
৩৯% সম্ভাবনাঃ আর্জেন্টিনা ফাইনাল খেলবে
২৯% সম্ভাবনাঃ... ফ্রান্স বিশ্বকাপ জিতবে
১৯% সম্ভাবনাঃ আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে
গণনা শেষ! এবার মাইরপিট করা যায়?
জুলাই ৪, ২০১৪
ভবিষ্যতবাণী আপডেট-
১. নেইমার নেই, কঠিন আঘাত পেয়েছে গতকাল, অতএব ব্রাজিল সেমিতে বিদায়। জার্মানী ফাইনালে চলে গেছে ধরে নেয়া যায়, নাকি?
২. আজকে আর্জেন্টিনা যদি জিতে তার কৃতিত্ব মেসির না, বাংলাদেশের রোজাকাতুরে জনতার দোয়ার।
৩. আজকে কোস্টারিকা যদি না জিতে আর্জেন্টিনার ফাইনাল খেলা অসম্ভব। সেমিতে নেদুর বাপের নেদারল্যাণ্ডের সামনে টিকতে পারবে না মেসিবাহিনী।
ভবিষ্যতবাণী আপডেট-
১. নেইমার নেই, কঠিন আঘাত পেয়েছে গতকাল, অতএব ব্রাজিল সেমিতে বিদায়। জার্মানী ফাইনালে চলে গেছে ধরে নেয়া যায়, নাকি?
২. আজকে আর্জেন্টিনা যদি জিতে তার কৃতিত্ব মেসির না, বাংলাদেশের রোজাকাতুরে জনতার দোয়ার।
৩. আজকে কোস্টারিকা যদি না জিতে আর্জেন্টিনার ফাইনাল খেলা অসম্ভব। সেমিতে নেদুর বাপের নেদারল্যাণ্ডের সামনে টিকতে পারবে না মেসিবাহিনী।
জুলাই ৫, ২০১৪
No comments:
Post a Comment