মাননীয় প্রধানমন্ত্রী,
একজন সাধারণ নাগরিকের সমস্যার কথা আপনার কাছে পৌঁছানোর সম্ভাবনা শতকরা ১ শতাংশের কম জেনেই আমি লিখছি। চিঠিটা যদি কোন সুত্র বা শাখা প্রশাখায় ভর করে আপনার কাছে পৌঁছে যায় একদিন!আপনি বলতে পারেন এই সমস্যার কথা কেন আমি স্থানীয়ভাবে সমাধান করছি না। বাংলাদেশে অনেক সমস্যা স্থানীয়ভাবে অবহেলিত হয় অথবা স্থানীয় প্রশাসনের স্বার্থবিরোধী হবার কারণে সমাধান হয় না।
আপনাকে এই বন্যা কখনো দেখতে হয়নি কেননা আপনি এসব কুক্ষণে ইপিজেড সফরে বের হন না। আপনাকে এসব সমস্যার কথা কখনো বলা হয় না। সব কিছু ঠিক আছে, সবদিকে মসৃন সৌন্দর্যশুধুই উন্নয়ন আর অগ্রগতি। আপনাকে এই বলে ভুলিয়ে রাখা হয়। অথচ আপনি জানতেও পারেন না আইল্যাণ্ডের যে পাশে আপনি যাবেন শুধু সেই পাশে চুনকাম করা আছে, বাকী পাশটা খালি।
আপাততঃ এই চারটি সমস্যার কথাই থাকুক। বাকীটা অন্য কোন একসময়।
আপনার সার্বিক মঙ্গল কামনায়-
একজন সাধারন কর্মী
চট্টগ্রাম ইপিজেড,দক্ষিণ হালিশহর
চট্টগ্রাম।
৭ জুলাই ২০১৪
No comments:
Post a Comment