আবারো নেবো নিবিড় আড়াল।
আবারো বিব্রত সময়ের সকাল বিকাল
আবারো নতচোখে দ্বন্দ্বের আভাস।
চলে যাবার সময় হলে দ্বিধার অবকাশে যাওয়াই ভালো
স্মৃতির পিছুটান যে দুঃসময় আগলে রেখেছিল তাতে জল ঢালা হয়ে গেছে
এবার সে বাঁচবে বহুকাল, আগুন পেরিয়ে
তবু তুষের আগুন যেখানে নীরবে জ্বলে সেখানে কোথাও আলো নেই।
দ্বিধার অবকাশে অবিশ্বাস করে নেয় ঠাঁই
,+++++++++++++++
চলে যাওয়া মানে প্রস্থান নয়
No comments:
Post a Comment