Tuesday, June 21, 2011

একটি সবুজ বিকেল

অনেকদিন কোথাও ছিলাম না। যেন অনেকদিন পর জ্বরতপ্ত শরীর ঝেড়ে উঠে দাড়ালাম। বুকের বামদিকে অনবরত নড়তে থাকা অজানা বস্তুর অস্তিত্বটা রাতের ঘুম কেড়ে নিয়েছিল অনেককাল। কোথাও শেষ চিহ্ন রাখার কথা ভাবিনি, তবু শেষ পড়া বইটার কোন পাতা কিংবা শেষবার শোনা গানের কোন লাইন মাথায় আনতে চাইছিলাম। না পড়া বইগুলোর কথা ভাবছিলাম। না দেখা ছবিগুলোর কথা, না যাওয়া দেশগুলোর কথা, না বলা কথাগুলো.......এরকম সময়ে অবসাদ লাগে। অনেকদিন পর বারান্দায় বসলাম। বিকেলের রোদ দেখলাম। আষাঢ় মাসের বৃষ্টি থেমে যাওয়া বিকেলে যখন খুব হাওয়া দেয় সেই হাওয়া বঙ্গোপসাগর থেকে নোনা সুখ বয়ে আনে। অর্ধেক অবসাদ কেটে যায় আমার। হাতের ডানদিকে যে সবুজ জঙ্গল দেখা যাচ্ছে, ওগুলো কিছু গুচ্ছ পাহাড়। শহরের মাঝে এখনো কিছু পাহাড়ের অস্তিত্ব এখন জীবনকে সতেজ রেখেছে। আমার প্রিয় শহরের অতীতে ডুব দেই এই সৌন্দর্যের অতলান্তিকে সাঁতার কাটার জন্য। আরেকটু উচুতে নিদেনপক্ষে ১২ তলার ছাদে ওঠা গেলে সোজা দক্ষিনের কর্ণফুলীর নীল রেখা দেখা যেতো। নদীর ওপারের সবুজ গ্রাম। সবুজের পর সবুজ। বড় প্রশান্তিদায়ক এই সবুজ। অনেকদিন পর একটি বিকেলকে ভালোবাসলাম খুব।

No comments: