* জীবনটা একটা খসড়া কাগজের মতো। বারবার লিখে ফাইনাল করতে চাই, কিন্তু ফাইনাল করার আগেই আমরা নাই।
* অসম্পূর্নতা কি একটা প্রাপ্তি হতে পারে? নাকি তৃপ্তি? অতৃপ্ত মানুষ সুখী হয় কি করে? কেউ কেউ অতৃপ্ত এবং সুখী দুটোই। কিরকম বৈপরীত্য না?
* মিথ্যেও কখনো কখনো সুখের কারন হতে পারে, সুখী করতে পারে তেমন মিথ্যাও কি বর্জনীয়?
* যার সব পাওয়া হয়ে যায়, সে তো কেবলই দেনাদার, তাই না?
* কাঠপেন্সিলে হাতের লেখা খুব ভালো হয়, কিন্তু কাঠপেন্সিল রেখে কলম দিয়েই লিখতে হয়, কারন পেন্সিলের লেখা সুন্দর হলেও ক্ষণস্থায়ী।
* চা এবং কফি দুটোর মধ্যে চা বেশী খাই, কফি কম। চায়ে চিনি না দিলেও অত তেতো লাগে না, কিন্তু চিনি ছাড়া কফি মুখে তুলতে পারি না।
* অন্ধকারে ভাবতে ভালোবাসি, কিন্তু ভাবনাটা লিখতে গেলে আলো জ্বালাতে হয়, আর আলো জ্বললেই ভাবনা হারিয়ে যায়।
* যে আমাকে চায় সে আমার পেছনে ছোটে, আমি তার দিকে ফিরেও তাকাই না। আমি যাকে চাই তার পেছনে ছুটি আমি,সে আমাকে ফিরেও চায় না।
* ভুল করার পর ভুলের যৌক্তিকতা খুঁজে বের করার প্রবণতা খুব ভয়ংকর।
* দুর্লভের প্রতি মানুষের লোভ,সেটা সস্তা হলেও।
* সুলভের প্রতি মানুষের অবহেলা, সেটা দামী হলেও
* সব পাওয়া হয়ে যাওয়ার মতো দুর্ভাগ্য আর কি আছে, সব কিছু নিয়ে হতাশাময় জীবন
* নারী অনেক বেশী প্রেম নিয়েই নির্বাক থাকে, পুরুষ অতি নগন্য প্রেমানুভুতি নিয়েও মহাকাব্য রচনা করে ফেলে।
* পুরুষ জন্মগতভাবেই বহুগামী। এটি একটি প্রতিষ্ঠিত অজুহাত।
* ভালোবাসা আকাশমুখী, তাই মেঘ দেখলে বিরহ উথলে ওঠে।
No comments:
Post a Comment