Saturday, May 30, 2020

দুর্ভাগ্যের লটারী

পৃথিবী জুড়ে একটা দুর্ভাগ্যের লটারী চলছে কয়েক মাস ধরে। এই লটারীতে কেবলই হারাবার প্রতিযোগিতা। কে কতখানি হারবে তার নিয়তির উপর সেটা নির্ভর করছে। এই লটারীতে আমরা অনিচ্ছুক বাজি রেখেছি আমাদের পরিবার বন্ধু স্বজন এমনকি নিজের জীবনকেও। আমরা প্রতিদিন একটু একটু করে হেরে যাচ্ছি। আমরা কেউ আত্মীয় হারাবো, কেউ বন্ধু, কেউবা নিজেই হেরে যাবো। নিজে হারলে খেলা শেষ, গেম ওভার।

প্রথমে আমরা চীনের সংখ্যা গুনেছি, তারপর আমেরিকার সংখ্যা, এপ্রিল মে মাসে বাংলাদেশের সংখ্যা গুনতে শুরু করি। মে শেষ হবার আগে নিজের ঘনিষ্ট আত্মীয় স্বজন গুনতে শুরু করেছি। যখন ওটা দূরের ব্যাপার ছিল, তখন কেবলই একটি নতুন সংখ্যা। এখন প্রতিদিন  বুকের ভেতর গভীর ক্ষত হয়ে যুক্ত হচ্ছে একেকটি বন্ধু স্বজনের নাম।

আজকে যুক্ত হলেন আমাদের পরম উপকারী আত্মীয় খোকন ভাই। আমি নিশ্চিত আপনি বেশীদিন একা থাকবেন না, পিছু পিছু এসে হাজির হবো আমরা অনেকেই। শোক বয়ে কী হবে, যখন নিজেই শোকের শবাধার হবো একদিন। এটুকু বলছি শুধু- দুর্ভাগ্যের লটারীতে আপনি আমাদের মধ্যে প্রথম স্থান অধিকার করলেন। 

যাদের চলে যাওয়া অনিবার্য তারা চলে যাবেই। বিনিময়ে, যারা থাকবে তাদের জীবন যেন শান্তিময় হয়।

No comments: