Sunday, August 30, 2015

এত কুলাঙ্গারে ভর্তি দেশটা কি আমার?

ধারাবাহিক দুঃসংবাদের আঘাত সহ্য করার মতো ক্ষমতা না থাকলে যে কোন মূল্যে এই দেশ ত্যাগ করে চলে যাওয়া উচিত। আমার দেশজাতিধর্ম কিছুর প্রতি প্রেম নেই, মোহ নেই। সমগ্র পৃথিবী আমার দেশ। আমি বিশ্বপ্রেমে আত্মহারা। মানুষের প্রতি প্রেম ছিল, মানুষই তা খুন করছে নিজ হাতে।

আমি শুয়োরের বাচ্চাদের শুয়োরের বাচ্চা বলি, মানুষের বাচ্চাদের মানুষের বাচ্চা বলি। শুয়োরের বাচ্চাদের দেশে মানুষের বাস করা উচিত নয়। দাঁতাল শুয়োরের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকার যুদ্ধে আমার আগ্রহ নেই। এই দেশে দাতাল শুয়োরেরা রাজত্ব করে।

বিশ্ববিদ্যালয়ের সোনার ছেলেরা সিলেটে দলবেধে শিক্ষক পেটালো সেই বিশ্ববিদ্যালয়ের ভিসির পাণ্ডা হিসেবে। কলেজ বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলে গুণ্ডাপাণ্ডা হয় দেখেছি, কিন্তু কতটা অযোগ্য, আত্মসম্মানহীন নপুংসক মানুষ হলে একজন ভিসিকে গুণ্ডা পুষতে হয় তা ভেবে অবাক হয়েছি। সেই ভিসি কলংকটির জন্য ঘৃণা!

দুপুরের পর টিভি খুলে দেখলাম- জাফর ইকবাল একা একা বৃষ্টিতে ভিজছেন ক্যাম্পাসের খোলা মাঠে।

দুপুরের পর ফেসবুক খুলে দেখলাম - ক্যাসপার নামের ৪ বছরের বাচ্চাটা পৃথিবীর সব মায়া ত্যাগ করে চলে গেছে।

আবারো ভাবছি-
ধারাবাহিক দুঃসংবাদের আঘাত সহ্য করার মতো ক্ষমতা না থাকলে যে কোন মূল্যে এই দেশ ত্যাগ করে চলে যাওয়া উচিত।

No comments: