যে সুন্দর হারিয়ে গেছে, যে আনন্দগুলো আর ফিরবে না, তার জন্য নিয়তির কোন নির্দেশনা নেই, সেটা সময়েরই এক অনিবার্যতা। তার লাগি করিও না শোক, তার লাগি আক্ষেপ অর্থহীন। একটা চারা গাছ যখন বড় হতে থাকে তখন তার শাখা প্রশাখা সজীব পত্রপল্লবে ছেয়ে যায়। বছরের পর বছর ফুল ফল দিয়ে একসময় যখন তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যায়, তখন সে সজীব বর্ন হারিয়ে ফেলতে শুরু করে। যে পরিবেশের আলো হাওয়া দিয়ে সে তার শক্তি আর সজীবতা অর্জন করতো, সেই পরিবেশ তখনো অক্ষুন্ন আছে, আলো আছে, হাওয়া আছে, রোদও আছে, কিন্তু সে আর তাদের কাছ থেকে কিছু নিতে পারছে না। তার নিতে না পারার অক্ষমতার কারণেই সে ক্ষয়ে যেতে থাকে একসময়। তার চারপাশে নতুন নতুন চারাগাছ বড় হয়ে সজীবতায় পরিপূর্ণ হয়, অথচ সে সবকিছুর মাঝখানে থেকেও একদিন চুড়ান্তভাবে নিঃশেষ হয়ে যায়।
No comments:
Post a Comment