Monday, September 24, 2012
ভাববাচ্যে নিমজ্জিত তরণী-১
তুমি আজকাল দূরে থাকো, কেন থাকো তাও জানি, তবু প্রতিদিন তোমাকে খুঁজি। তুমি নেই জেনেও কড়া নেড়ে আসি বন্ধ দরোজায়। তুমি নিজেকে আর আমাকে রক্ষার জন্য আড়াল হয়েছো জানি, তবু অবোধ ইচ্ছেগুলো ফিরে আসে বারবার। তুমি থাকবে না জেনেও তোমার কুয়াশার আড়াল খোঁজে। আমি তোমাতে ডুব দেবার আয়োজন করি প্রতিদিন, তোমার স্মৃতির ধুলো নাড়াচাড়া করি সযত্নে। জানি তুমি ভালো নেই, তোমাকে ভালো রাখতে না পারার ব্যর্থতা ভুলে থাকার জন্য তোমার দরোজায় কান পাতি। তুমি খিল এটে বসে আছো বিপরীত ছিটকানির নীচে, তুমি জানো দরোজা খুললেই আমি সেই ভয়ে তুমি দরোজা খুলে বাইরে উঁকি দাও না। আমার মুখোমুখি হতে আজ তোমার বড্ড ভয়। তুমি নিজেকে রক্ষার চেয়েও আমাকে রক্ষা করতে বেশী সচেষ্ট। অথচ আমি তোমার কাছ থেকে কোন ক্ষতির আশংকা করিনি কোনদিন। আমি স্মৃতির খোপগুলো জোড়া দিয়ে দুরত্ব কমিয়ে আনি। ভুল স্মৃতিতে শুদ্ধতার প্রলেপ লাগাই। তুমি কি জানো আমার অনেক ভুল স্মৃতি রয়ে গেছে? জেনে কষ্ট পাবে বলি কখনো বলিনি। এখন আমি স্বচ্ছ দীঘির মতো জলে চোখ ডুবিয়ে সব সত্য দেখতে পাই। তুমি যখন ছিলেনা ভাবতাম, তখনো তুমি ছিলে। তুমি কখনোই হারাওনি। তুমি হারিয়ে গেছো বলে যেসব ভুল বেদনা আমি পেয়েছিলাম তার ভেতরে ফুটিয়ে দিয়েছি নতুন গোলাপ। আমি তোমার টলমলে চোখের জল দেখতে পাই সেই গোলাপে। তুমি শুদ্ধতম নারী, ভালোবেসে কখনো আক্ষেপ ছিল না আমার।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment