১. নিজেকে গাল দিতে সাহস লাগে। কিন্তু লজ্জাহীন হতে সাহস লাগে না। আত্মসমালোচনার দুর্ভিক্ষ থাকলেও তাই নির্লজ্জতার বাম্পার ফলন হয় সোনার বাংলাদেশে। উদাহরণ? টিভি নিউজে চোখ রাখুন।
২. সংকীর্ণতা বাঙালীর ঐতিহ্য, পরশ্রীকাতরতা সংস্কৃতির অংশ। ড. ইউনুস এরকম দেশে ধিকৃত হবেন আর আবুল হোসেনরা দেশপ্রেমিক বলে ঘোষিত হবেন, এতে অবাক হবার কি আছে?
৩. আমার কৈশোর তারুণ্যের দুষ্টলোক এরশাদ। যৌবনের শুরুতে স্বপ্ন দেখতাম একদিন এরশাদেরও পতন হবে, দেশে গনতন্ত্রের জোয়ার আসবে। অতঃপর এরশাদ পড়লো, গণতন্ত্র আসলো, কিন্তু দুই দশক পরেও এরশাদীয় নির্লজ্জতা ও নির্বুদ্ধিতার ভুত আমাদের ঘাড়ে অটল। সেই ভুতেরা আণ্ডাবাচ্চা পয়দা করে বিস্তৃত হয়েছে দল থেকে দলে, শাসক থেকে শাসকে, রাজনীতি থেকে শিক্ষালয়ে। বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত যাতায়াত এই ভুতের।
৪. বাংলাদেশের সমাজ বা রাজনীতিতে 'বিনয়' একটি নির্বাসিত বিষয়। দুষ্টলোক নিজেকে দেবদুত বলে দাবী করে, ব্যর্থ নেতৃত্ব উৎকট চিৎকারে নিজেকে সফলতম ঘোষণা করে।
৫. এদেশে কখনো কোন রাজনীতিবিদ বলেনি "আমি চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি, আমার ব্যর্থতা ক্ষমা করুন"। এমনকি ভোটের সময়ও নয়।
৬. এখানে সবাই সবকিছু জানে, জানার ভান করে। পত্রিকার কলাম, টেলিভিশনের টক শো কিংবা রাজনীতিবিদের ভাষণ- সবখানেই সবজান্তাদের যাতায়াত। বালিশে মুখ গুঁজে চোখ কান মুদেও মগজে এদের জ্ঞানের অনুপ্রবেশ ঠেকানো যায় না।
৭. এদেশে অজ্ঞানের দাপটে জ্ঞান হয়ে যায় নির্বাক। মূর্খেরা হয় রাষ্ট্রের পরিচালক, জ্ঞানীরা হয় মূর্খের ভৃত্য উপদেষ্টা। অর্থ কিনে নেয় হৃদয় বিবেক এবং খুলিসহ মগজ।
৮. আমরা সমুদ্র সেঁচে মুক্তো আহরণের কষ্ট করি না, সৈকতে বালির বাধ দিয়ে স্বর্গারোহনের দম্ভ করি।
৯. আমাদের বর্তমান ধূসর, অতীত উজ্জ্বল, ভবিষ্যত অন্ধকার।
১০. সহজ মন/ অস্বচ্ছ জলে/ দিগভ্রান্ত,..... সহজ অংক/ সরল জীবনে/ গরমিল খোঁজে,..... না দেখা আঁধার/ অচ্ছুত আলোয়/ ঠেকিয়ে রাখে ভোর,....অতঃপর তুমি জয়ী হবে বলে পথ ছেড়ে দেই।
No comments:
Post a Comment