Wednesday, December 2, 2015

অপারেশান জ্যাকপট নিয়ে


অপারেশান জ্যাকপট নিয়ে বেশ কিছু বইপত্র পড়লেও এই অপারেশানের নেতৃত্বে থাকা এ.ডব্লিউ. চৌধুরীর কোন লেখা পড়া হয়নি। আজকের দৈনিক সুপ্রভাত বাংলাদেশ তাঁর লেখা নিয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। লেখাটা গুরুত্বপূর্ণ বলে আর্কাইভ করে রাখলাম ভবিষ্যত রেফারেন্সের জন্য। লেখক এবং দৈনিক উভয়ের প্রতি কৃতজ্ঞতা। দৈনিক সুপ্রভাতের প্রতিবেদনের লিংক:

দুঃসাহসিক অভিযানের আদ্যোপান্ত

লিখেছেন কমডোর (অব.) এ. ডব্লিউ চৌধুরী
http://suprobhat.com/5831-2/





No comments: