অপরূপা এক সন্ধ্যে নেমেছে নদীতীরে। শহরজুড়ে সড়কবাতির উৎসবেও কাটে না সম্পূর্ণ আঁধার।
ভাবতে চাই না, এই সন্ধ্যে আসন্ন মধ্য চল্লিশ পেরুনো অথর্ব জীবনের অনিবার্য অংশ। ভাবতে চাই না ফুরিয়ে গেছে কল কোলাহলের সকল বিকেল।
নদীর ঘাটে রাতের আকাশ, আলোড়িত জলে গোধূলির প্রতিবিম্ব এবং আধখাওয়া কৃষ্ণপক্ষ চাঁদের বিলম্বিত আবির্ভাব। তবু কী বিপুল আনন্দ এখনো অবশিষ্ট।
এক কাপ চায়ের সাথে দুটো ধূম্রশলা, হয়ে যাওয়া বৃষ্টির পরিচিত ঘ্রাণ নদীর বাতাসে, প্রলম্বিত আড্ডার একটু প্রহর। যেখানে শুধু আমরা দুজন।
[স্থান: অভয়মিত্র ঘাট]
শুক্রবার, ১০ অক্টোবর ২০১৪
No comments:
Post a Comment