Wednesday, September 10, 2014

হাসির কথা না

১.
আমার এক স্প্যানিশ বন্ধু ছিল পেরুতে। মাঝে মাঝে এমএসএন চ্যাটে কথা হতো তার সাথে। কোন কোন আড্ডায় মজার কথা শুনে সে "যা যা যা যা... করতো"। আমি প্রথমে ভাবতাম সে আদর করে যাহ দুষ্টু টাইপ কিছু বলছে। পরে মনে হলো সে তো বাংলা জানে না, তাহলে? ইংরেজিতে 'যা যা...' করার মানে কি?

আরো অনেক পর স্প্যানিশ শিখতে গিয়ে বুঝলাম আসলে ওটা ছিল হাহাহাহাহা। ইংরেজিতে আমরা লিখি hahahaha, ওরা লেখে jajajajaja স্প্যানিশে h উচ্চারণ হয় j দিয়ে। ভাগ্যিস এই গাধামিত্ব কেবল নিজের ভেতরেই ছিল।

২.
নানান কাজে দীর্ঘদিন ধরে শহরের একটা নামকরা অফিসে যেতাম মাঝে মাঝে। কয়েকবার টয়লেট ব্যবহারও করেছি সেই অফিসের। অফিস বড়, তাই তাদের টয়লেট কমপ্লেক্সও বড়সড়। মজার ব্যাপার ছিল টয়লেটে লাগানো স্টিকারগুলো। এগুলো  মাঝে মাঝেই বিবর্তিত হয় বছরখানেক পরপর। প্রতিটা পরিবর্তনের পর আমি বুঝতে পারি ওই অফিসের লোকেরা কি চরিত্রের।  যতটা মনে আছে শুরু থেকে স্টিকারগুলো  সময়ক্রম অনুসারে সাজিয়ে লিখেছি এবং ব্র্যাকেটে আমার তাৎক্ষণিক ভাবনাগুলো লিখেছি।

- কমোডে পা রাখিবেন না (তার মানে তখন কিছু লোক হাই কমোডে পা রেখে বাথরুম সারতো)
- দাঁড়িয়ে প্রশ্রাব করিবেন না (তার মানে এখানে কিছু লোক দাঁড়িয়ে প্রশ্রাব করে)
- ব্যবহারের পর কল বন্ধ করুন (তার মানে এখানে কিছু লোক বাথরুমের কল বন্ধ না করে চলে আসে)
- ইউরিন প্যানে টিস্যু ফেলিবেন না। (তার মানে এখানে কিছু লোক ইউরিন প্যানে টিস্যু ফেলে)
- দেয়ালে প্রশ্রাব করিবেন না (তার মানে এখানে কিছু লোক দেয়ালে প্রশ্রাব করে!!!)
- বাথরুম ব্যবহারের পর ফ্ল্যাশ করুন (তার মানে এখানে কিছু লোক ফ্ল্যাশ করে না)
- প্রশ্রাব করলে বদনার পানি ব্যবহার করুন। পায়খানা করলে ফ্লাশ ব্যবহার করুন (এবার সাফ ফেল্টু খেলাম। আমার কোন ভাবনাই তল পেলো না)

আমি কৌতুহল চাপতে না পেরে ওই অফিসের একজনকে জিজ্ঞেস করে বসলাম, ঘটনা কি ভায়া?
সে বললো, হঠাৎ করে কোম্পানীর পানি সংকট দেখা দিয়েছে। ফ্ল্যাশ আইন হবার পর থেকে সবাই কথায় কথায় ফ্ল্যাশ করে পানি শেষ করে ফেলতো। এক ছটাক পেশাব করেও বিশ লিটার পানি ঢেলে দিত ফ্ল্যাশ করে। পানি সংকট নিরসনে বাধ্য হয়ে কতৃপক্ষ  বদনা আইন জারি করেছে এবং ফ্ল্যাশ ব্যবহার সীমিত করেছে।

ফেরার পথে ভাবতে লাগলাম, এরপর কি ওই কোম্পানী সিসিটিভি লাগাবে বাথরুম কর্মকাণ্ড নিয়ন্ত্রণে?


No comments: