যেবার সমুদ্র ডেকেছিল, আমি পাহাড়ে গেলাম। যেদিন পাহাড় ডেকেছিল, সেদিন আমি সমুদ্র স্নানে। নদী আমাকে একবারো ডাকেনি, আমি নদীর কাছেই ছিলাম। তবু পাহাড় নয়, সমুদ্র নয়, নদীই তুললো অভিযোগের আঙুল।
আমি নদীকে বোঝালাম, আমি যখন পাহাড়ে তখনো আমি তোমার দিকে তাকিয়ে। আমি নদীকে বোঝালাম আমি যখন সমুদ্রে তখনো আমি তোমার বয়ে আনা জলে সিক্ত। নদী আমাকে বিশ্বাস করলো না, একা চলে গেল।
নদী জানে অপ্রাপ্তির বেদনা, আমি জানি অদেয় হয়ে থাকার অতৃপ্ত দহন।
No comments:
Post a Comment