নাগরিক হিসেবে আমি বরাবরই বিশ্বাস করি যে কোনো সরকার সাধারণ মানুষের জন্য অন্তত দুটো দায়িত্ব পালন করবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং সাপ্লাই চেইন ঠিক রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে। বাকী কাজ নাগরিকরাই করে দেবে। আপনারা শুধু ভোটের সময় কৃতিত্বটা নিয়ে নেবেন। বিশ্বাস করেন, আপনি কোন মতবাদের সরকার, আপনি কোন পদ্ধতির রাষ্ট্র পরিচালনা করেন বেশিরভাগ মানুষের সেটা নিয়ে মাথাব্যথা নেই, এমনকি আপনি চোর বাটপার দুর্নীতিবাজ হলেও মানুষ সহ্য করে নেয়। কিন্তু আপনি যদি এই দুটি বিষয় নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি অথর্ব, অযোগ্য, অবাঞ্ছিত।
চারপাশে এখন যা ঘটছে, পুরো সরকার কাঠামোই অকার্যকর বলে প্রমাণিত হচ্ছে। আপনারা কিভাবে কী করবেন সেটা আমরা জানি না। কিন্তু মানুষ এই নিয়ন্ত্রণহীন অরাজক অস্থিরতা থেকে মুক্তি চায়। বাংলাদেশ এখন অরাজকতার স্বর্গরাজ্যে পরিণত হবার পথে।
No comments:
Post a Comment