Monday, February 10, 2025

চট্টগ্রাম বিদ্রোহের রাজনৈতিক বন্দীদের কারামুক্তি সংবাদ ১৬ আগষ্ট ১৯৪৬


১৬ আগষ্ট ১৯৪৬। 

এই তারিখটা ভারতবর্ষের ইতিহাসে কলঙ্কিত একটা দিন। সে কারণে ১৫ আগষ্ট ১৯৪৭ তারিখের একটা চমৎকার ঘটনা চোখের আড়ালে চলে গিয়েছিল। ষোল তারিখ যখন পত্রিকায় সংবাদটা প্রকাশিত হয়েছিল তখন খবরটা পড়ার আগেই কলকাতা রাজপথ গলিপথ  হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত হয়ে পড়েছিল ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায়। তিনদিনের সেই দাঙ্গায় নিহত হয়েছিল অন্তত তিন হাজার মানুষ।

যুগান্তরে প্রকাশিত সেদিনের সংবাদে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিদ্রোহের ৩০ জন রাজবন্দীকে মুক্ত করে দিয়েছেন যুক্তবঙ্গের প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী। যাদের মধ্যে অন্যতম ছিলেন গনেশ ঘোষ, অনন্ত সিংহ, অম্বিকা চক্রবর্তী।














No comments: