Sunday, February 2, 2025

ফ্যাসিস্ট

ফ্যাসিবাদ কোনো বিশেষ দল বা গোত্রের সম্পদ, চরিত্রের অংশ নয়। ফ্যাসিবাদ হলো যে কোনো ক্ষমতাবানের দুশ্চরিত্র হয়ে ওঠার পর্বের নাম। যে পর্বে সে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গণশত্রুতে রূপান্তরিত হয়। খুব জনপ্রিয় দল বা গোষ্ঠিও ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে। দেশে দেশে প্রায় সব ফ্যাসিবাদী শক্তিই একসময় জনপ্রিয় ছিল। জনপ্রিয়তা থেকে ক্ষমতার চক্রে প্রবেশ করে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে ফ্যাসিবাদী হয়ে ওঠা অনিবার্য ব্যাপার।



No comments: