Wednesday, April 29, 2020

বোধ

এই গ্রহের মানবজাতির সব সদস্য দুই লাখ বছর আগের এক আফ্রিকান আদি মাতার সন্তান।  মাইটোকণ্ড্রিয়াল ডিএনএ বিশ্লেষণ করে পাওয়া গবেষকদের এই তথ্যটি বেশ পুরোনো হলেও আমি জেনেছি মাত্র পরশুদিন। জানার পর থেকেই ভাবছি এই পৃথিবীর ভুগোল খামচে রক্তাক্ত করা রাজনীতিবিদরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সাদা, কালো, লাল, হলুদ, গেরুয়া, দাড়িয়াল, ছাগিয়াল কত রকমের বিশ্ব তৈরী করে মানবজাতিকে বিভক্ত করে যাচ্ছে শত শত বছর ধরে। করোনা ভাইরাস কী তাদের কান বরাবর চপোটাঘাত করে মনে করিয়ে দিল তোরা সব এক নগণ্য হোমো স্যাপিয়েন্সের বংশধর?


No comments: