না, এখনো নাকি মূলপর্ব শুরুই করোনি?
কত চাও?
নাকি আক্রান্ত ১০০ কোটি, মৃত্যু ৫কোটি?
কোনটা চাও?
তৃতীয় বিশ্বের উষ্ণমণ্ডলে এসো তাহলে।
পরিসংখ্যানের বাইরে প্রস্তুত হচ্ছে নীরব ঘাতক
ঘন্টা বাজিয়ে সস্তার লাশ নিয়ে যাও পৃথিবীর গহ্বরে।
প্রথম বিশ্বে লাখো মৃত্যুর হাহাকার বেজে যাচ্ছে।
কত মরবে তৃতীয় বিশ্বে এখনো কেউ জানে না।
যারা বেঁচে থাকবে, তারা মরবে অনাহারে দুর্ভিক্ষে।
২০২২ সাল দেখার জন্য অনেকে বেঁচে থাকবে না।
No comments:
Post a Comment