প্রত্যেকটা মানুষের কয়েকটা মৌলিক অবস্থান/চাহিদা আছে
শারিরীক (সুস্থতার) অবস্থান/শারিরীক চাহিদা=২৫
মানসিক (সুস্থতার) অবস্থান/মানসিক চাহিদা=২৫
আর্থিক (স্বচ্ছলতার) অবস্থান/চাহিদা=২৫
সামাজিক অবস্থান/চাহিদা=২৫
মোট নাম্বার=১০০
ক=৮০+ (-ক মাইনাস যদি ১টি বিষয়ে ফেল থাকে)
খ=৬০+ (-খ মাইনাস যদি ২টি বিষয়ে ফেল থাকে)
গ=৪০+ (-গ মাইনাস যদি ৩টি বিষয়ে ফেল থাকে)
অন্য যে কোন প্রাণীর চেয়ে মানুষকে শ্রেষ্ঠত্ব কিংবা ভিন্নতা দিয়েছে এই কয়েকটি বিষয়ের যোগফল। যদি মোট মানকে ১০০ ধরা হয় তাহলে এই প্রতিটি উপদানের মান ২৫। কোন মানুষই ১০০/১০০ পায় না। কোথাও না কোথাও তার ঘাটতি থাকেই। এখন যদি পাশ মার্ক ৪০ ধরি তাহলে প্রতিটি বিষয়ে তাকে ১০ করে পেতে হবে। ১০ এর কম পেলে সে ওই বিষয়ে ফেল। আবার অন্য বিষয়ে বেশী পেয়ে মোট ফলাফল ৪০ হতে পারে। সেক্ষেত্রে সে পাশ করলেও তাকে সুখী বলা যাবে না। মানুষের জীবনটা এরকম গড়পড়তা নাম্বার দিয়ে বিচার করা যায়।
আমাদের চারপাশের মানুষদের বিচার করলে দেখা যায় কেউ ক পেয়েও সুখী না, আবার কেউ গ পেয়েও সুখী। যারা মাইনাস তারা মোটের উপর অসুখী। কারো টাকা আছে সুস্থতা নেই, সুস্থতা আছে টাকা নেই। টাকা সুস্থতা আছে মানসিক শান্তিতে নেই। এরকম নানান ঘাটতিময় জীবন আমাদের।
আপনি নিজের ফলাফল নিজেই নির্ণয় করে দেখতে পারেন। আমি নিজেকে খ লেভেলে দেখতে পাই।
১৫ মার্চ ২০২০
No comments:
Post a Comment